Advertisement
১০ মে ২০২৪
নিয়ম ১ এপ্রিল থেকে

নগদে ২ লাখ টাকার বেশি গয়না কিনলেই বাড়তি কর

দু’লাখ টাকার বেশি দামের গয়না এক লপ্তে নগদে কিনলেই গুনতে হবে বাড়তি কর। কেন্দ্র বাজেটে সব পণ্যের জন্যই ২ লক্ষ টাকার বেশি নগদে কেনাকাটায় ১% হারে উৎসে কর ধার্যের (টিসিএস) প্রস্তাব এনেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪২
Share: Save:

দু’লাখ টাকার বেশি দামের গয়না এক লপ্তে নগদে কিনলেই গুনতে হবে বাড়তি কর।

কেন্দ্র বাজেটে সব পণ্যের জন্যই ২ লক্ষ টাকার বেশি নগদে কেনাকাটায় ১% হারে উৎসে কর ধার্যের (টিসিএস) প্রস্তাব এনেছে। আয়কর দফতর সূত্রের খবর, গয়নার জন্য বিশেষ কোনও ব্যবস্থা না-রাখায়, এ বার এটিও ওই করের আওতায় আসবে। সে ক্ষেত্রে অর্থ বিল ২০১৭ সংসদে পাশ হলেই ১ এপ্রিল থেকে চালু হবে নতুন কর প্রস্তাব। বন্ধ হবে ৫ লক্ষ টাকা পর্যন্ত গয়না নগদে কিনলে এই করে ছাড় পাওয়ার সুযোগ। এ জন্য আয়কর আইনের ২০৬সি ধারা সংশোধনের প্রস্তাবও আনা হয়েছে বাজেটে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে রবিবার বলেন, ‘‘এক লপ্তে ২ লাখ টাকার গয়না নগদে কেনায় ১% বাড়তি কর বসলে ব্যবসা যে মার খাবে, সন্দেহ নেই।’’

২০১২-র এপ্রিল থেকেই ২ লক্ষ টাকার বেশি মূল্যের কাঁচা সোনা কেনায় ১% টিসিএস বসে। গয়না কেনায় তা দিতে হয় মূল্য ৫ লক্ষ ছাড়ালে। কিন্তু কালো টাকায় রাশ টানতে বাজেটে ৩ লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য নগদে কেনা নিষিদ্ধ হয়েছে, যার আওতায় গয়নাও আছে। নগদে ৩ লক্ষের বেশি মূল্যের পণ্য বেচলে বিক্রেতাকেই সমপরিমাণ জরিমানা দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Jewellery Extra Tax Cash purchases
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE