Advertisement
২০ মে ২০২৪
Coronavirus

গ্যাস জোগানে সুরক্ষায় জোর

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৪:৩৯
Share: Save:

করোনা সংক্রমণের মধ্যেও রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের জোগান স্বাভাবিক রাখা জরুরি। তাই ডিলারদের সিলিন্ডার জোগানের সঙ্গেই দোকানের কাজকর্মে সুরক্ষার ব্যবস্থা নিতে বলল ইন্ডেনের মতো তেল সংস্থা। পাশাপাশি, মাস্ক-সহ জরুরি সরঞ্জাম জোগাতে রাজ্যের কাছে আর্জি জানিয়েছেন ডিলার ও সিলিন্ডার বহনকারী কর্মীরা।

বাড়িতে সিলিন্ডার পৌঁছনোর সময়ে কর্মীদের কী করণীয়, গ্রাহকদের কী ভাবে সতর্ক করা উচিত, তা নিয়ে শুক্রবার বারাসতে সচেতনতা শিবির আয়োজন করা হয়। সেখানে রাজ্যের কাছে ওয়েস্ট বেঙ্গল এলপিজি ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পার্থ ভৌমিক কর্মীদের সাহায্য ও সুরক্ষার ব্যবস্থার আর্জি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘‘চাহিদা মতো মাস্ক মিলছে না। এ দিন ৪০ হাজার মেডিকেটেড মাস্ক দেওয়া হয়েছে।’’

রাজ্যে ইন্ডেনের সিজিএম অভিজিৎ দে বলেন, সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে ডিলারদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দোকানে ও কর্মীদের সংক্রমণ এড়ানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। দোকানে ভিড় এড়াতে গ্রাহকদের ফোনে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Gas Service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE