ফাইল চিত্র।
কেন্দ্র চটের বস্তার দাম কমাতে পারে— এই আশঙ্কা ঘুম কেড়েছে চটকল মালিকদের। কারণ বস্ত্র মন্ত্রকের তৈরি ‘ট্যারিফ কমিশন ২০১৭’-র রিপোর্টে তা অন্তত ১০%-১৫% কমানোর সুপারিশ করা হয়েছে বলে দাবি তাঁদের একাংশের। যা বাস্তবায়িত হলে রাজ্যের চটকলগুলি বিপুল ক্ষতির মুখে পড়বে। কাজ হারাতে পারেন বহু শ্রমিক। আর সে জন্যই তড়িঘড়ি রাজ্যের দ্বারস্থ হয়েছে চটকল মালিকদের সংগঠন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (আইজেএমএ)। শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়ে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে তারা। যদিও রাজ্যের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রের খবর, সম্প্রতি বস্ত্র মন্ত্রকের যুগ্মসচিব ও জুট কমিশনার এ মধুকুমার রেড্ডির সঙ্গে বৈঠকে বসেছিল আইজেএমএ। বস্তার দাম ধার্যের জন্য সুপারিশ করা নতুন নিয়ম নিয়ে সেখানেই আপত্তি তোলা হয়।
এখন চটের বস্তা কিনতে কেন্দ্র টন পিছু ৬৫ হাজার টাকা (৫৮০ গ্রামের একটি বস্তা) দেয় মিল মালিকদের। সুপারিশ মানলে তা দাঁড়াবে গড়ে ৬০ হাজার। মিল মালিকদের দাবি, এতে পশ্চিমবঙ্গ-সহ দেশের চটশিল্পের প্রায় কয়েকশো কোটি লোকসান হবে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক সূত্র অবশ্য বলছে, রিপোর্ট নিয়ে আলোচনা চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy