Advertisement
১১ মে ২০২৪

কেন্দ্র আরবিআই আইনে বদল চায় এই অর্থবর্ষেই

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন চলতি অর্থ বছরের মধ্যেই সংশোধন করতে চায় সরকার। লক্ষ্য ঋণনীতিতে সুদের হার স্থির করার রাশ আরও বেশি করে হাতে নেওয়া। আইন বদল হলে নতুন সুদ-নীতি কমিটি গড়ে তার মারফতই সুদ নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৯
Share: Save:

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন চলতি অর্থ বছরের মধ্যেই সংশোধন করতে চায় সরকার। লক্ষ্য ঋণনীতিতে সুদের হার স্থির করার রাশ আরও বেশি করে হাতে নেওয়া।

আইন বদল হলে নতুন সুদ-নীতি কমিটি গড়ে তার মারফতই সুদ নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্র। বিদায়ী অর্থ সচিব রাজীব মহর্ষি এ কথা জানিয়ে বলেছেন, কেন্দ্র, আরবিআই এবং কেন্দ্রেরই নিযুক্ত স্বাধীন সদস্যদের নিয়ে গড়া হবে ওই কমিটি, যাতে সরকার ও শীর্ষ ব্যাঙ্কের প্রতিনিধিত্বের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা যায়। তবে মহর্ষি সাফ জানিয়ে দেন, যে-কোনও রদবদলই করতে হবে সংসদের অনুমতি নিয়ে। আর কূটনীতিকদের ধারণা, এখানেই বাধার মুখে পড়তে পারে আরবিআই আইন সংশোধন। ইতিমধ্যেই সংসদে আটকে গিয়েছে জমি বিল সমেত অন্যান্য গুরুত্বপূর্ণ বিল। মহর্ষি বলেন, ‘‘ডিসেম্বরের মধ্যেই বিল আনার চেষ্টা করা হবে। না-হলে অবশ্যই ফেব্রুয়ারিতে।’’

আরবিআই গভর্নর রঘুরাম রাজন অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, সুদ কমিটির প্রতিনিধিত্ব কেমন হবে, তা নিয়ে শীর্ষ ব্যাঙ্ক ও কেন্দ্র ‘সাধারণ ভাবে রফায়’ পৌঁছেছে। তবে তিনি আর বিশদে কিছু জানাননি। মহর্ষি বলেছেন, সংসদেই এ নিয়ে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, কিছু দিন ধরেই রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা কাটছাঁট করে সুদ ঠিক করায় বাড়তি ক্ষমতা হাতে নিতে চাইছে কেন্দ্র। মোদী সরকার চায় দ্রুত সুদ কমিয়ে শিল্পের মূলধন সংগ্রহের খরচ কমাতে। পাশাপাশি, গাড়ি-বাড়ি ঋণেও সুদ কমিয়ে অর্থনীতিতে চাহিদা বাড়াতে চায় তারা। সুদ স্থির করা নিয়ে আরবিআই গভর্নরের হাত থেকে ক্ষমতা কার্যত কেড়ে নেওয়ার প্রস্তাব এনে জুলাইয়ে খসড়া বিধিও প্রকাশ করে অর্থ মন্ত্রক। সেটি চালু হলে, সুদ ঠিক করার ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাত থেকে কার্যত কেন্দ্রের হাতে চলে যেত। একটি ৭ সদস্যের সুদ-নীতি কমিটি তৈরির কথা খসড়ায় বলা হয়। ওই ৭ জনের মধ্যে ৪ জনকেই কেন্দ্র নিয়োগ করতে চেয়েছিল। গভর্নরের বিশেষ ক্ষমতা বা ‘ভেটো পাওয়ার’-ও বাতিল করার প্রস্তাব ছিল। এর জেরে শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত পড়লে অর্থনীতির ক্ষতি হবে বলে শোরগোল পড়ে বিশেষজ্ঞদের মধ্যে।

তখনই পিছু হটার ইঙ্গিত দেয় কেন্দ্র। এই পরিপ্রেক্ষিতে রফার পথে হেঁটেই এ বার সুদ কমিটি তৈরির প্রস্তাব নতুন করে এনেছে কেন্দ্র। মহর্ষি জানান, ‘‘রাজনের মত নেওয়া হয়েছে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ ফলে রাজন বনাম জেটলি লড়াই সন্ধির দিকেই মোড় নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

r
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE