Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেশ জুড়ে ১০১ হিমঘর প্রকল্প গড়তে সায় কেন্দ্রের

দেশ জুড়ে ১০১টি নতুন হিমঘর প্রকল্পে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। মূলত আমুল, হলদিরাম, বিগ বাস্কেট-এর মতো সংস্থা এই সব হিমঘর গড়ে তুলবে। বাদবাকি সংস্থার মধ্যে রয়েছে বামা লরি, হাতসুন অ্যাগ্রো, স্টারলিং অ্যাগ্রো, প্রভাত ডেয়ারি, তিরুমালা মিল্ক, দেসাই ব্রাদার্স ও ফ্যালকন মেরিন (ওড়িশা)।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০২:৪৪
Share: Save:

দেশ জুড়ে ১০১টি নতুন হিমঘর প্রকল্পে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। মূলত আমুল, হলদিরাম, বিগ বাস্কেট-এর মতো সংস্থা এই সব হিমঘর গড়ে তুলবে। বাদবাকি সংস্থার মধ্যে রয়েছে বামা লরি, হাতসুন অ্যাগ্রো, স্টারলিং অ্যাগ্রো, প্রভাত ডেয়ারি, তিরুমালা মিল্ক, দেসাই ব্রাদার্স ও ফ্যালকন মেরিন (ওড়িশা)। মোট লগ্নি ৩১০০ কোটি টাকা। ফল ও সব্জি সংরক্ষণে এটি বড় পদক্ষেপ বলে জানান কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল।

এ ক্ষেত্রে সরকারি অনুদান মিলবে ৮৩৮ কোটি টাকা। বাকি ২২০০ কোটি লগ্নি করবে বেসরকারি সংস্থাগুলি। সবচেয়ে বেশি সংখ্যায় হিমঘর তৈরি হবে মহারাষ্ট্রে (২১টি)। তার পর রয়েছে উত্তরপ্রদেশ (১৪টি), গুজরাত (১২টি) ও অন্ধ্রপ্রদেশ (৮টি)। পঞ্জাব এবং মধ্যপ্রদেশে তৈরি হবে ৬টি করে হিমঘর।

প্রকল্পগুলি থেকে ২.৬ লক্ষ চাষি উপকৃত হবেন, ৬০ হাজার জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও হওয়ার কথা বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। বাদল জানান, হিমঘরগুলিতে মজুত করা যাবে ২.৭৬ লক্ষ টন পণ্য। আগামী দু’বছরে প্রকল্পের কাজ শেষ হবে বলে তাঁর আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cold Storage Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE