Advertisement
০৪ মে ২০২৪
LPG

ভর্তুকি প্রশ্নের জবাব কই!

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, অগস্ট থেকে ভর্তুকির সিলিন্ডারের দাম বাড়ানোয় ও ভর্তুকিহীনের দাম কমায়, দু’টির ফারাক নেই বহু জায়গায়।

 ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৬
Share: Save:

গত চার মাস রান্নার গ্যাসে কেন্দ্রকে ভর্তুকি দিতে হচ্ছে না বলে জানিয়েছিল তেল মন্ত্রক। ভর্তুকি ‘প্রত্যাহারে’ তাদের কত আয় হল, অর্থমন্ত্রীর কাছে লিখিত ভাবে জানতে চেয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সেই প্রশ্ন এড়ালেন। শুধু বললেন, বিশ্ব বাজারে তেলের চড়া দামের আঁচ থেকে আমজনতাকে রেহাই দিতে ভর্তুকির সিলিন্ডারের (বছরে ১২টি) দাম নিয়ন্ত্রণ করে সরকার। তবে ভর্তুকিহীন সিলিন্ডারের বাজার দর ঠিক করে তেল সংস্থাগুলি।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, অগস্ট থেকে ভর্তুকির সিলিন্ডারের দাম বাড়ানোয় ও ভর্তুকিহীনের দাম কমায়, দু’টির ফারাক নেই বহু জায়গায়। ফলে ভর্তুকিও বন্ধ। কিছু অঞ্চলে ফারাক এত কম যে, ভর্তুকি কয়েক টাকা। ভর্তুকির সিলিন্ডারের দাম বাড়ার কথা না-বললেও, ফারাক কমায় ভর্তুকি দিতে হচ্ছে না, বলেছিল তেল মন্ত্রকও।

এ দিকে, আগের দু’বছরের চেয়ে ২০১৯-২০ সালে পেট্রলে উৎপাদন শুল্ক থেকে কেন্দ্রের আয় বেড়েছে বলে জানান অনুরাগ। তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এপ্রিল-জুলাইয়ে তেল আমদানির খরচ দুই-তৃতীয়াংশ কমেছে। ফলে উঠেছে প্রশ্ন, তার পরেও দেশে দাম কমাল না কেন্দ্র!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LPG Subsidy Anurag Thaku Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE