Advertisement
১৬ মে ২০২৪
Export Business

রফতানির ক্ষেত্রেও প্রধান গন্তব্য সেই চিন

পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অনেক দ্রুত করোনা সংক্রমণকে বেঁধে রাখতে পেরেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৬:১৩
Share: Save:

এপ্রিলে প্রায় ৬০% কমার পরে ধীরে হলেও মাথা তুলছে ভারতের রফতানি। মূল্যায়ন সংস্থা ক্রিসিলের মতে, জুলাইয়ে তা ১০.২% কমেছে ঠিকই। কিন্তু লকডাউনের সময়ের তুলনায় রফতানি বাড়ার পিছনে ইন্ধন জুগিয়েছে চিন-সহ পূর্ব-এশিয়ার বিভিন্ন দেশে চাহিদা বৃদ্ধি পাওয়া। গত মাসে মোট রফতানির প্রায় ১৬% হয়েছে এই সব দেশে। যার মধ্যে শুধু চিনেই তা বেড়েছে ৭৮%। যে পড়শি মুলুকের পণ্যের উপরে ভারতের আমদানি নির্ভরতা কমানোর পক্ষে সওয়াল করছে খোদ সরকারই।

পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অনেক দ্রুত করোনা সংক্রমণকে বেঁধে রাখতে পেরেছে। ফলে সেখানে চাহিদাও পশ্চিমী দুনিয়ার চেয়ে বেশি বাড়ছে। যার প্রভাব পড়ছে ভারতের বাণিজ্যে। দেখা যাচ্ছে গত মাসে যেখানে ব্রিটেন, আমেরিকার মতো দেশে রফতানি সরাসরি কমেছে, সেখানেই চিনের মতো দেশে বেড়েছে পণ্যের চাহিদা।

যদিও অনেকে মনে করাচ্ছেন, অর্থনীতি খোলার হাত ধরে গত মাসে চিনে রফতানি বেশি মনে হলেও, আগের মাসগুলির তুলনায় বিচার করলে তা হওয়ারই ছিল। আবার চিনা পণ্য বয়কটের ডাকের মধ্যে আগামী দিনে বেজিং ভারতীয় পণ্য রফতানিতে দেওয়াল তুলবে না, তার নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্নও তুলছেন একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Export Business India, China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE