Advertisement
১৫ জুন ২০২৪

ডিজি-বিপ্লবে এগোবে ভারত

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ‘বিপ্লবের’ দৌলতে আগামী ১০ বছরে ৭ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত।

মুকেশ অম্বানী।

মুকেশ অম্বানী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:০১
Share: Save:

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ‘বিপ্লবের’ দৌলতে আগামী ১০ বছরে ৭ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। বিশ্বে জায়গা করে নেবে প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে। বুধবার প্রথম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে এই আশা প্রকাশ করলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। এখন দেশের অর্থনীতি ২.৫ লক্ষ কোটি ডলারের।

অম্বানীর মতে, ডেটা-ই ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। সকলের কাছে কম খরচে তা পৌঁছে দিতে পারলে অর্থনীতির পক্ষেই ভাল। আর এই কাজ সরকার বা কোনও সংস্থার পক্ষে একা করা সম্ভব নয়। সেই জন্য কেন্দ্র, টেলিকম ও তথ্যপ্রযুক্তি শিল্পের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান টেলি পরিষেবা সংস্থা রিলায়্যান্স জিও-র কর্ণধার। টেলি শিল্পের হাল নিয়ে আশঙ্কা জানায় এয়ারটেল এবং আইডিয়া। চড়া কর ও স্পেকট্রাম খরচ এবং আইইউসি খরচ কমানো নিয়ে ট্রাইয়ের সিদ্ধান্ত ক্ষতিকর বলে জানিয়েছে তারা। টেলি শিল্পের সামগ্রিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে, জানান টেলিকমমন্ত্রী মনোজ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukesh Ambani Digital Economy Data
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE