Advertisement
০৫ মে ২০২৪
Strike

ধর্মঘটের ডাক সাধারণ বিমা সংস্থায়

সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি তাঁরা ধর্মঘট ডাকবে। তাদের দাবি, প্রস্তাবিত  পুনর্গঠন হলে দুর্বল হয়ে পড়বে ওই সমস্ত সংস্থা।

৪ জানুয়ারি ধর্মঘট হবে বলে জানিয়েছে সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স।

৪ জানুয়ারি ধর্মঘট হবে বলে জানিয়েছে সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ০৭:৫৩
Share: Save:

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলির পুনর্গঠন পরিকল্পনার বিরুদ্ধে নতুন বছরের শুরুতে ধর্মঘটের ডাক দিলেন তাদের কর্মীদের একাংশ। ৪ জানুয়ারি ধর্মঘট হবে বলে জানিয়েছে সাধারণ বিমা সংস্থাগুলির কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স। তাদের দাবি, প্রস্তাবিত পুনর্গঠন হলে দুর্বল হয়ে পড়বে ওই সমস্ত সংস্থা।

দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা চারটি— ন্যাশনাল ইনশিয়োরেন্স, ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স। শুক্রবার সাধারণ বিমাসংস্থাগুলির সংগঠন জিআইসি এমপ্লয়িজ় ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিমা সংস্থাগুলি ঢেলে সাজাতে উপদেষ্টাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। খবর রয়েছে, তাদের বহুদফতর বন্ধের সুপারিশ করা হয়েছে সেখানে। ফলে বহু কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আলোচনার জন্য মুখ্য শ্রম কমিশনার ২ জানুয়ারি যৌথ ফোরামকে বৈঠক ডেকেছেন। আপাতত সে দিকেই নজর সকলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike Insurance Policy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE