Advertisement
১৪ জুন ২০২৪

কল কাটা সমস্যায় কেন্দ্র দুষল মোবাইল সংস্থাকে

‘কল-ড্রপ’ নিয়ে কেন্দ্র ও টেলিকম শিল্পের চাপান উতোর অব্যাহত। বিভিন্ন টেলিকম সংস্থার শীর্ষ কর্তারা যৌথ সাংবাদিক বৈঠকে সোমবার দাবি করেছিলেন, অতিরিক্ত বিকিরণ নিয়ে শঙ্কা ও অন্যান্য কারণে টাওয়ার বন্ধ করে দেওয়া, নতুন টাওয়ার বসাতে না-দেওয়া ও স্পেকট্রামের অভাবেই মোবাইলে মাঝপথে কথা কেটে যাওয়ার সমস্যা হচ্ছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০২:৫৬
Share: Save:

‘কল-ড্রপ’ নিয়ে কেন্দ্র ও টেলিকম শিল্পের চাপান উতোর অব্যাহত।

বিভিন্ন টেলিকম সংস্থার শীর্ষ কর্তারা যৌথ সাংবাদিক বৈঠকে সোমবার দাবি করেছিলেন, অতিরিক্ত বিকিরণ নিয়ে শঙ্কা ও অন্যান্য কারণে টাওয়ার বন্ধ করে দেওয়া, নতুন টাওয়ার বসাতে না-দেওয়া ও স্পেকট্রামের অভাবেই মোবাইলে মাঝপথে কথা কেটে যাওয়ার সমস্যা হচ্ছে। মঙ্গলবার তাদের সেই যুক্তি কার্যত উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় টেলিকম সচিব রাকেশ গর্গ পাল্টা দাবি করলেন, ওই সব সমস্যা আগেও ছিল। কিন্তু গত সাত মাসে কল-ড্রপ ভয়াবহ আকার নিয়েছে। সে জন্য টাওয়ার বসাতে বাধার যুক্তির চেয়ে বড় হয়ে উঠেছে পরিকাঠামোয় লগ্নির অভাবই।

প্রসঙ্গত, কল কাটার সমস্যা নিয়ে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর। এর মধ্যেই গত কাল এর দায় টাওয়ার বসানোর সমস্যার উপর ছেড়ে টেলিকম সংস্থার কর্তারা দাবি করেছিলেন, এই শিল্পে বিপুল লগ্নি করেছেন তাঁরা। আজ গর্গ সেই সব দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমরা ওঁদের বলেছি এটা গ্রহণযোগ্য নয়। ওই সব সমস্যা আগেও ছিল। কিন্তু কল-ড্রপের সমস্যা ৭ মাসে বেড়েছে।’’ তাঁর পাল্টা দাবি, স্পেকট্রাম খরচ বাদ দিলে সংস্থাগুলি তাদের আয়ের মাত্র ১৩% পরিকাঠামো খাতে লগ্নি করেছে। গর্গ বলেন, ‘‘এই সমস্যার সমাধানে যথেষ্ট ব্যবস্থা তারা নেয়নি।’’

সার্বিক ভাবে স্পেকট্রামের বরাদ্দও অনেক বেড়েছে দাবি করে গর্গ জানান, বিভিন্ন ব্যান্ডের স্পেকট্রামের পরিমাণে হয়তো পরিবর্তন হয়েছে। সে ক্ষেত্রে যে-ব্যান্ডের পরিমাণ বেড়েছে, সেই ব্যান্ডের নতুন যন্ত্র বসানোর দরকার সংস্থাগুলির। পাশাপাশি টুজি থেকে থ্রিজি বা ফোরজি (এলটিই) প্রযুক্তিতে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আধুনিক যন্ত্র বসাতেও নতুন লগ্নি প্রয়োজন। অন্য দিকে, গর্গের অভিযোগ, থ্রিজি বা ফোরজি-র মতো নতুন প্রযুক্তির চাহিদা বেশি হওয়ার জন্য অনেক সংস্থাই পুরনো টুজি পরিষেবা পরিকাঠামোয় ধীরে লগ্নি করছে। ফলে বাড়ছে কল-ড্রপ। তাঁর দাবি, নতুন প্রযুক্তির জন্য পুরনো পরিকাঠামোয় লগ্নি থেকে মুখ ফেরাতে পারে না সংস্থাগুলি। কারণ সেই প্রযুক্তি এখনও অনেক গ্রাহকই ব্যবহার করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE