Advertisement
১৭ মে ২০২৪
EPF

ফের চালু পুরনো নিয়ম

লকডাউনের সময় সাধারণ মানুষের হাতে নগদের জোগান বাড়াতে পিএফে দেয় টাকার হার কমিয়ে ১০% করেছিল কেন্দ্র।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৬:২৬
Share: Save:

কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) অগস্ট থেকে ফের পুরনো হারে টাকা জমার নিয়ম চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার এ কথা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আঞ্চলিক পিএফ কমিশনার নবেন্দু রাই। অর্থাৎ এ মাস থেকেই পিএফ খাতে আগের মতো কর্মীদের মূল বেতনের ১২ শতাংশই জমা হবে। আর নিয়োগকারীরাও দেবেন সমপরিমাণ অর্থাৎ ১২% টাকা। বর্ধিত হারে ওই টাকা সেপ্টেম্বর থেকে কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে।

লকডাউনের সময় সাধারণ মানুষের হাতে নগদের জোগান বাড়াতে পিএফে দেয় টাকার হার কমিয়ে ১০% করেছিল কেন্দ্র। সেই অনুযায়ী বহু সংস্থাই মে মাস থেকে কর্মীদের মূল বেতনের ১০% পিএফ কেটেছে। নিয়োগকারীও জমা দিচ্ছে ১০%। তবে কোনও সংস্থার কর্মীরা স্বেচ্ছায় বেতনের ১২ শতাংশই কাটাতে চাইলে এবং নিয়োগকারীও সমপরিমাণ টাকা দিতে রাজি থাকলে, তাতে বাধা ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE