Advertisement
১৮ মে ২০২৪

শঙ্কা মূল্যবৃদ্ধির, সুদ কমাল না আরবিআই

মূল্যবৃদ্ধির ঝুঁকিই এই মুহূর্তে অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। তা এড়াতে বুধবার ঋণনীতি ফিরে দেখতে বসে সুদ কমানোর পথে হাঁটলেন না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। এই নিয়ে পরপর দু’বার।

উর্জিত পটেল। বুধবার মুম্বইয়ে।ছবি:পিটিআই

উর্জিত পটেল। বুধবার মুম্বইয়ে।ছবি:পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৩
Share: Save:

মূল্যবৃদ্ধির ঝুঁকিই এই মুহূর্তে অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। তা এড়াতে বুধবার ঋণনীতি ফিরে দেখতে বসে সুদ কমানোর পথে হাঁটলেন না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। এই নিয়ে পরপর দু’বার।

তবে আমজনতাকে স্বস্তি দিয়ে ঋণনীতি ঘোষণার পরেই আয়োজিত সাংবাদিক বৈঠকে আগামী ১৩ মার্চ সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা (ব্যাঙ্কে গিয়ে ও এটিএম মারফত) পুরোপুরি তুলে নেওয়ার কথা জানিয়েছেন আরবিআইয়ের ডেপুটি গভর্নর আর গাঁধী। তার আগেই ওই সীমা সপ্তাহে ২৪ হাজার টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকা হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। আর, বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে ঠিক কত জমা পড়েছে, তার চূড়ান্ত হিসেব ৩০ জুনের পরে জানাবে আরবিআই।

পাশাপাশি, নোট বাতিলের প্রভাবে চাহিদায় কোপ পড়ায় বৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। উর্জিত পটেল এ দিন জানান, চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য তা কমিয়ে করা হয়েছে ৬.৯ শতাংশ। এর আগের ঋণনীতিতে তা ৭.৬ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করেছিল আরবিআই। তবে আগামী ২০১৭-’১৮ আর্থিক বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ালে বৃদ্ধি ৭.৪ শতাংশ ছোঁবে বলে আশা করছে আরবিআই।

খুব তাড়াতাড়ি ফের সুদ কমানোর সম্ভাবনা নেই বলেও ঋণনীতি পেশ করতে গিয়ে ইঙ্গিত দিয়েছেন পটেল। ফলে আপাতত কমছে না গাড়ি-বাড়ি বা শিল্পকে দেওয়া ঋণে সুদের হার। পটেল অবশ্য বলেছেন, সুদ কমানোর যথেষ্ট সুযোগ এখনও ব্যাঙ্কগুলির সামনে রয়েছে। তার কারণ, ২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রেপো রেট (বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে-হারে আরবিআইয়ের কাছে স্বল্প মেয়াদে ঋণ নেয়) কমিয়েছে ১৭৫ বেসিস পয়েন্ট। অথচ গড়ে ব্যাঙ্কগুলি ৮৫-৯০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে। বস্তুত টানা সুদ কমানোর নীতি থেকে সরে আসার ইঙ্গিত এ দিন আচমকাই দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে সুদ কমানোর দাবির সঙ্গে ‘মানিয়ে নেওয়ার’ নীতিতে বদল আনা হচ্ছে। তার জায়গায় ‘নিরপেক্ষ’ দৃষ্টিভঙ্গি নেবে শীর্ষ ব্যাঙ্ক।

সুদ কমানোর নীতি থেকে সরে আসার পিছনে মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়ার কথাই বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। মূলত চারটি কারণ চিহ্নিত করেছে শীর্ষ ব্যাঙ্ক:

• নোট-কাণ্ডের প্রভাব

• অশোধিত তেলের দাম বাড়া

• টাকা-ডলার বিনিময় হারের দ্রুত ওঠা-পড়া

• সপ্তম বেতন কমিশনের সুপারিশ রূপায়ণের প্রভাবে চাহিদার চাপ

উর্জিত পটেল এ দিন জানান, ৬ সদস্যের ঋণনীতি কমিটি একমত হয়েই সুদ অপরিবর্তিত রেখেছে।

চলতি আর্থিক বছরের শেষ তিন মাস জানুয়ারি থেকে মার্চে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৫ শতাংশের নীচেই থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছরের চড়া হারের ভিত্তিতে হিসাব করা মূল্যবৃদ্ধি ও নোটকাণ্ডের জেরে চাহিদা থমকে যাওয়াই এর কারণ বলে মনে করছে তারা। তবে তার পর থেকেই মূল্যবৃদ্ধি মাথা তুলবে বলে আশঙ্কা।

এ দিকে, সাইবার নিরাপত্তা নিয়ে একটি স্থায়ী কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। বিশেষ করে ডেবিট কার্ড লেনদেন সুরক্ষিত রাখতেই তাদের এই সিদ্ধান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Urjit Patel RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE