Advertisement
০২ জুন ২০২৪

উঠে গেল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ

ঘোষণা বাজেটেই হয়েছিল। এ বার বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি) তুলে দেওয়ায় সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার দৌলতে দাঁড়ি পড়ল ২৫ বছরের পুরনো ওই পর্ষদের যাত্রায়। মোদী সরকারের দাবি, এতে বিদেশি বিনিয়োগ আসার পথ আরও সুগম হবে।

বার্তা: বুধবার জেটলি।ছবি: পিটিআই

বার্তা: বুধবার জেটলি।ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৩:১৭
Share: Save:

ঘোষণা বাজেটেই হয়েছিল। এ বার বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি) তুলে দেওয়ায় সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার দৌলতে দাঁড়ি পড়ল ২৫ বছরের পুরনো ওই পর্ষদের যাত্রায়। মোদী সরকারের দাবি, এতে বিদেশি বিনিয়োগ আসার পথ আরও সুগম হবে। আলগা হবে এ বিষয়ে লাল ফিতের ফাঁস।

এ বার থেকে বিদেশি লগ্নির জন্য ওই পর্ষদের অনুমোদন আর লাগবে না। সংশ্লিষ্ট মন্ত্রকের সায়ই যথেষ্ট। যদি নিরপত্তা সংক্রান্ত কোনও বিষয় থাকে, সে ক্ষেত্রে অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত অনুমোদন লাগবে। বুধবার মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এর ফলে এ দেশে ব্যবসা করার পথ আরও সহজ হবে। এমনিতেই গত তিন বছরে দেখা গিয়েছে যে, ৯০ শতাংশেরও বেশি বিদেশি লগ্নি আসছে সরাসরি। প্রতিরক্ষা, খুচরো ব্যবসার মতো ১১টি ক্ষেত্রে আলাদা ভাবে সরকারের অনুমোদন লাগে। তবে ৫ হাজার কোটি টাকার বেশি বিদেশি লগ্নির প্রস্তাবকে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর নিয়ম চালু থাকছে।

পর্ষদ চালু থাকার সময়ে প্রকল্প অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকত। নতুন নিয়মে তা কী হবে, সে বিষয়ে ক্যাবিনেট সচিব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন।

একই সঙ্গে, যুদ্ধবিমান, হেলিকপ্টার, সাবমেরিন ইত্যাদি তৈরির জন্য এ দেশের সংস্থাগুলির সামনে বিদেশি কোম্পানির সঙ্গে হাত মেলানোর দরজাও এ দিন সরকারি ভাবে খুলে দিল মোদী সরকার। এ বিষয়েও ঘোষণা আগেই হয়েছিল। এ দিন তাতে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের দাবি, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আরও বেশি আসবে। নির্ভরতা কমবে বিদেশ থেকে অস্ত্র কেনার উপরেও।

আখের দাম: আগামী অক্টোবর থেকে শুরু হতে চলা মরসুমের জন্য প্রতি কুইন্টলে আখের ন্যায্যমূল্য ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। ২৩০ থেকে বেড়ে তা হচ্ছে ২৫৫ টাকা। চাষির কাছে আখ কিনতে অন্তত ওই দাম দিতে হয় চিনিকলকে।

ঋণপত্রে সায়: অপ্রচলিত বিদ্যুতে পুঁজি জোগাতে চলতি অর্থবর্ষে বন্ড ছেড়ে ২,৬৩০ কোটি টাকা তোলার প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সৌর বিদ্যুৎ পার্ক, বায়ু বিদ্যুৎ প্রকল্প ইত্যাদিতে তা কাজে লাগানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Jaitley Foreign Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE