Advertisement
১৭ মে ২০২৪

টাটা-কাণ্ডে উদ্বেগে বিদেশি লগ্নিকারী সংস্থা

টাটা-মিস্ত্রি সংঘাত নিয়ে সোমবার উদ্বেগ জানাল বিভিন্ন বিদেশি লগ্নিকারী সংস্থা। পাশাপাশি, টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার রাশ ছাড়তে নারাজ সাইরাস মিস্ত্রি এ দিনই বম্বে হাউসে টাটা টেলিসার্ভিসেস-এর পরিচালন পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:৫১
Share: Save:

টাটা-মিস্ত্রি সংঘাত নিয়ে সোমবার উদ্বেগ জানাল বিভিন্ন বিদেশি লগ্নিকারী সংস্থা। পাশাপাশি, টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার রাশ ছাড়তে নারাজ সাইরাস মিস্ত্রি এ দিনই বম্বে হাউসে টাটা টেলিসার্ভিসেস-এর পরিচালন পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে টাটাদের তরফে বিশদে কিছু জানানো হয়নি।

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে মিস্ত্রি সরে যেতে বাধ্য হওয়ার পর থেকেই টাটা গোষ্ঠীর শেয়ার দর পড়তে থাকায় দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারছেন না বিদেশি লগ্নিকারীরা। আর, সেই কারণেই বাজার নিয়ন্ত্রক সেবি-র দ্বারস্থ হয়েছে এই ধরনের ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফপিআই। শেয়ার বাজারে নথিভুক্ত টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় তাদের মতো ছোট শেয়ারহোল্ডারদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, সে ব্যাপারে সেবি-র হস্তক্ষেপ দাবি করেছে তারা। টাটাদের বিভিন্ন সংস্থার পরিচালন কর্তৃপক্ষ এবং স্বাধীন ডিরেক্টকদের কাছেও তাদের আর্জি, সাধারণ লগ্নিকারীরা যাতে বিপাকে না-পড়েন, সে দিকে যেন নজর দেন তাঁরা। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আশা, রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে শীঘ্রই সন্ধির সূত্র মিলবে।

টাটা গোষ্ঠীর ২৪টিরও বেশি সংস্থা ভারতের শেয়ার বাজারে নথিবদ্ধ। বাজার সূত্রের খবর, বেশির ভাগ সংস্থাতেই বিদেশি লগ্নিকারী সংস্থার হাতে যথেষ্ট শেয়ার রয়েছে। ২৪ অক্টোবর মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর থেকেই বাজারে এই সব সংস্থার মোট শেয়ার মূল্য নামছে।

এ দিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মুম্বইয়ে টাটা গোষ্ঠীর সদর দফতর বম্বে হাউসে ঢোকেন সাইরাস মিস্ত্রি। শুক্রবার তাঁর ছবি তোলাকে কেন্দ্র করে টাটার নিরাপত্তারক্ষীদের হাতে সাংবাদিক নিগ্রহের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

টাটা টেলি-র চেয়ারম্যান হিসেবে বৈঠক পরিচালনা করেন মিস্ত্রি। রতন টাটাকে লেখা চিঠিতে মিস্ত্রি আগেই তুলে আনেন টাটা টেলি-র সঙ্গে জাপানি সংস্থা ডোকোমো-র হাত মেলানোর শর্তে গলদ থাকার কথা। তাঁর কথায়, সংযুক্তি ভাঙতে ৪০০-৫০০ কোটি ডলার গুনতে হবে টাটাদের। ডোকোমোকে দিতে হবে ১০০ কোটি ডলার। এখন এ নিয়ে দু’পক্ষের ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Mistry Foreign Investors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE