Advertisement
১৮ মে ২০২৪
নিজস্ব সংবাদদাতা

নোট-সঙ্কট কাটিয়ে উঠতে চায় স্বর্ণশিল্প

নোট-কাণ্ডের জের কাটিয়ে ছন্দে ফিরতে চাইছে রাজ্যের স্বর্ণশিল্প।আগামী কাল কলকাতায় শুরু হচ্ছে কলকাতা জেম অ্যান্ড জুয়েলারি ফেয়ার। আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের সংস্থা যোগ দিচ্ছে।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:২৩
Share: Save:

নোট-কাণ্ডের জের কাটিয়ে ছন্দে ফিরতে চাইছে রাজ্যের স্বর্ণশিল্প।

আগামী কাল কলকাতায় শুরু হচ্ছে কলকাতা জেম অ্যান্ড জুয়েলারি ফেয়ার। আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের সংস্থা যোগ দিচ্ছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কর্তা বাবলু দে-র দাবি, এই মঞ্চে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে মোটা বরাত পাওয়া যায়। এ বছর সেই বরাতের অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তাঁর আশা। এই মেলা ডিসেম্বরে হওয়ার কথা ছিল। নোট সঙ্কটের জেরে তখন হয়নি। নোট বাতিলের পরে দেশ জুড়ে ৮০ শতাংশ ব্যবসা হারিয়েছিল স্বর্ণ শিল্প। নোট সঙ্কটের জেরে গোটা দেশেই গয়না শিল্প বিপর্যস্ত হয়েছিল, তবে এ রাজ্যে বিপর্যয়ের মাত্রা দ্বিগুণ। কারণ সোনার গয়নার কারিগররা অধিকাংশই এ রাজ্যের। ৭০ শতাংশ কারিগর বাঙালি। বাজার তলানিতে ঠেকায় কাজ হারিয়েছেন ন’লক্ষের বেশি কারিগর।

স্বর্ণশিল্পের এই মেলায় দেড়শোর বেশি সংস্থা যোগ দিচ্ছে বলে জানান আয়োজক সংস্থা ইউবিএম-এর প্রধান যোগেশ মুদ্রাস। তাঁর দাবি, গত বারের তুলনায় এ বছর ২৫ শতাংশ বেশি সংস্থা যোগ দিচ্ছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য শহর ছাড়াও গুয়াহাটি, পটনা, রাঁচী, জামশেদপুর ও রায়পুরের গয়না সংস্থা মেলায় অংশগ্রহণ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE