Advertisement
০২ মে ২০২৪
HUDCO Disinvestment

রাষ্ট্রায়ত্ত সংস্থার একাংশ বিক্রি করে হাজার কোটি আয়ের লক্ষ্য, বুধ থেকে শুরু হল বিলগ্নিকরণ

‘অফার ফর সেল’-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গৃহ এবং নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার শেয়ার বিক্রি করা হবে।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৫
Share: Save:

আবার বেসরকারিকরণ কেন্দ্রীয় সংস্থার। মঙ্গলবারেই কেন্দ্রীয় সংস্থা হাউজ়িং অ্যান্ড আর্বান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (হাডকো) সাত শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। খুচরো বিনিয়োগকারীরা বৃহস্পতিবার এই শেয়ার কিনতে পারবেন।

প্রতিটি শেয়ারের দাম ধার্য করা হয়েছে ৭৯ টাকা, ১৪ কোটিরও বেশি শেয়ার বিক্রি করবে কেন্দ্র। হাডকোর বেসরকারিকরণের মাধ্যমে কেন্দ্রের লক্ষ্য প্রায় হাজার কোটি টাকা আয় করা। ‘অফার ফর সেল’-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গৃহ এবং নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার শেয়ার বিক্রি করা হবে। বর্তমানে হাডকোর ৮১.৮ শতাংশের মালিকানা কেন্দ্রের অধীনে, এই বিলগ্নিকরণের পরে কেন্দ্রের হাতে হাডকোর ৭৪.৮ শতাংশ মালিকানা থাকবে।

প্রসঙ্গত, বিলগ্নিকরণের খবর প্রকাশের পরেই বুধবার শেয়ার বাজারে বড় ক্ষতির মুখে পড়েছে হাডকো। মঙ্গলবারের তুলনায় ১০.৭৮ শতাংশ নেমে হাডকোর প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮০.২৫ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE