Advertisement
০১ জুন ২০২৪

জিআরএসই-র বরাত ৩০ হাজার কোটি টাকার

যুদ্ধজাহাজ তৈরির সংস্থা কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ৩০ হাজার কোটি টাকার বরাত পেয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০১:৪৮
Share: Save:

যুদ্ধজাহাজ তৈরির সংস্থা কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ৩০ হাজার কোটি টাকার বরাত পেয়েছে। শনিবার শহরে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান অনিল বর্মা। তিনি বলেন, ‘‘আমাদের বার্ষিক ব্যবসা দু’হাজার কোটি টাকার মতো। তাই মনে হতে পারে, ওই বরাতের কাজ শেষ করতে ১৫ বছর লেগে যাবে। কিন্তু তা হবে না। দ্রুত কাজ হবে বলেই আমার বিশ্বাস।’’

এ দিকে, জিআরএসই বিভিন্ন ক্ষেত্রে মামলা এড়িয়ে চলে আপসে রফার পক্ষপাতী। বেসরকারি সংস্থা ‘গ্লোবাল চেম্বার অব কমার্স ফর ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভস’ আদালতে মামলা দায়ের হওয়ার আগেই দু’পক্ষের সঙ্গে মধ্যস্থতা করে সমঝোতার মাধ্যমে বিরোধের মীমাংসা করতে উদ্যোগী। জিআরএসই ওই সংস্থার সঙ্গে যুক্ত হতে চায় বলে চেয়ারম্যান জানান। বেসরকারি সংস্থাটির তরফে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা জানান, ট্রাইব্যুনাল, লোক আদালত, ভ্রাম্যমাণ আদালত চালু করা সত্ত্বেও দেশে জমে থাকা মামলার সংখ্যা তিন কোটি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলিরই দেড় কোটি। এই অবস্থায় তাঁদের সংস্থা আলোচনায় মীমাংসার পথ খুঁজবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GRSE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE