Advertisement
১৬ মে ২০২৪

ভারতে বৃদ্ধি দুর্বল, বলল আইএমএফ

এ বার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও (আইএমএফ) জানাল, ভারতে বৃদ্ধির এই গতি প্রত্যাশার তুলনায় অনেক বেশি দুর্বল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৬
Share: Save:

এপ্রিল-জুন ত্রৈমাসিকে ছ’বছরের তলানি ছুঁয়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে বৃদ্ধি। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও মোদী সরকার তাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তবে এ বার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও (আইএমএফ) জানাল, ভারতে বৃদ্ধির এই গতি প্রত্যাশার তুলনায় অনেক বেশি দুর্বল। কারণ হিসেবে শিল্প সংস্থা ও পরিবেশগত নিয়ন্ত্রণের বিধি নিয়ে অনিশ্চয়তাকে দায়ী করেছে তারা। কাঠগড়ায় তুলেছে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলিতে (এনবিএফসি) নগদের সমস্যাকেও। যে সমস্যার জেরে গাড়ি, ছোট-মাঝারি শিল্পের মতো নানা ক্ষেত্রে ধার দেওয়ায় রাশ টেনেছে অনেক এনবিএফসি।
দেশের বাজারে চাহিদা ধাক্কা খাওয়ায় ইতিমধ্যেই চলতি ও পরের বছরে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছেঁটে যথাক্রমে ৭% ও ৭.২% করেছে আইএমএফ। তবে একই সঙ্গে তাদের দাবি, ভারত এখনও বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা অর্থনীতি এবং চিনের থেকে অনেক এগিয়ে রয়েছে।

'আইএমএফ মুখপাত্র গেরি রাইস অবশ্য বলছেন, অনিশ্চয়তা এ দেশের বৃদ্ধিকে যে ভাবে দুর্বল করেছে, তাতে অর্থনীতির দৃষ্টিভঙ্গি (আউটলুক) নেতিবাচক হওয়ার ঝুঁকি থাকছে। তাঁর দাবি, পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IMF India GDP Growth Rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE