ফের ধাক্কা সাইরাস মিস্ত্রির। আগামী ৬ ফেব্রুয়ারি টাটা সন্সের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকার উপর স্থগিতাদেশ চেয়ে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে (এনসিএলটি) গিয়েছিল তাঁর পরিবারের দুই সংস্থা সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড এবং স্টার্লিং ইনভেস্টমেন্টস কর্পোরেশন। মঙ্গলবার তাদের সেই আর্জি খারিজ করে দিল এনসিএলটি। গত ২৪ অক্টোবর চেয়ারম্যান হিসেবে সরানোর পরে মিস্ত্রিকে পরিচালন পর্ষদ থেকে সরাতেই ওই সভা ডেকেছিল টাটা সন্স।
এ দিন মিস্ত্রি পক্ষের আইনজীবী টাটা সন্সের বিরুদ্ধে আনা আদালত অবমাননার মামলায় দেওয়া নির্দেশে এবং ইজিএম ডাকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চান। তখনই এনসিএলটি-র ডিভিশন বেঞ্চ জানায়, এর আগে ১৮ জানুয়ারির শুনানিতে টাটা সন্স, রতন টাটা-সহ ওই সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে আনা মিস্ত্রি পরিবারের সংস্থার মানহানির মামলা খারিজ করা হয়েছে। তখনই বিশেষ সভা নিয়ে স্থগিতাদেশের বিষয়টিরও নিষ্পত্তি হয়েছে। টাটা সন্স চাইলেই আগামী ৬ ফেব্রুয়ারি ইজিএম করতে পারে।
এর পরে সাইরাস মিস্ত্রির পরিবারের সঙ্গে আলোচনা করে এই রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী। সংশ্লিষ্ট মহলের মতে, এখন সাইরাসের সামনে দু’টি রাস্তা খোলা রয়েছে— হয় আপিল ট্রাইব্যুনালে যাওয়া, নয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আগামী ১৩ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy