Advertisement
২২ মে ২০২৪
Industrial Growth

শিল্পের বৃদ্ধিতেও থাকছে প্রশ্ন

সরকারি পরিসংখ্যান জানিয়েছে, অক্টোবরে ৩.৫% উৎপাদন বেড়েছে কল-কারখানায়।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০৬:৪১
Share: Save:

অক্টোবরে শিল্পবৃদ্ধি দাঁড়াল ৩.৬%। সেপ্টেম্বরের ০.৫% ধরে এই নিয়ে টানা দু’মাস তা থাকল বৃদ্ধির গণ্ডিতে। তবে আগামী দিনে এই গতি কতটা ধরে রাখা যাবে, তা নিয়ে সন্দিহান বিভিন্ন মহল। তাদের মতে, এর আগেও বহুবার এক দু’মাসের বৃদ্ধির পরেই ফের শিল্পোৎপাদন মুখ থুবড়ে পড়েছে। ফলে যত দিন না টানা কয়েক মাস উত্থানের হাত ধরে শিল্পে স্থিতিশীলতা আসে, তত দিন স্বস্তি মিলছে বলা যাবে না। শুক্রবার এক অনুষ্ঠানে আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজের যদিও আশ্বাস, কেন্দ্র অর্থনীতি নিয়ে আশাবাদী। আগামী দিনেও বৃদ্ধির চাকায় গতি ফেরাতে সব ব্যবস্থা নেবে তারা।

সরকারি পরিসংখ্যান জানিয়েছে, অক্টোবরে ৩.৫% উৎপাদন বেড়েছে কল-কারখানায়। দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে তা বেড়েছে যথাক্রমে ১৭.৬% ও ১১.২%। উল্লেখ্য, গত বছর অক্টোবরে শিল্প সঙ্কুচিত হয়েছিল ৬.৬%। ফেব্রুয়ারিতে লকডাউনের আগে শেষ ৫.২% বৃদ্ধি হয়েছিল।

মূল্যায়ন সংস্থা ইক্রার মতে, অতিমারির পর থেকে অক্টোবরেই সব চেয়ে ভাল ফল করেছে শিল্প। কিন্তু তা তাদের ৫.৫ শতাংশের পূর্বাভাসের চেয়ে কম। আর ইন্ডিয়া রেটিংস জানাচ্ছে, এর আগেও এক দু’মাসের ভাল ফলের পরেই তলিয়ে গিয়েছে শিল্প। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলার আগে আরও ক’মাস অপেক্ষা করা উচিত। আর অন্য অংশের মতে, নিচু ভিতের উপরে দাঁড়ানো শিল্পবৃদ্ধি ভবিষ্যতেও ধরে রাখা মুশকিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial Growth Market high Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE