Advertisement
১৮ মে ২০২৪
Pranab Mukherjee

শোক প্রকাশ দেশের শিল্পমহলের

ফিকির প্রেসিডেন্ট সঙ্গীতা রেড্ডির কথায়, ‘‘বিচক্ষণ রাজনীতিবিদ ও শিল্পের সহায়ক প্রণববাবু সব ক্ষেত্রে সকলের কাছেই এক জন সম্মাননীয় ব্যক্তি ছিলেন।’’

প্রণব মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

প্রণব মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৯
Share: Save:

রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় বরাবর শিল্পের পাশে দাঁড়িয়েছেন। সোমবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করে এই বার্তাই দিয়েছে শিল্পমহল। তাদের দাবি, এক জন দক্ষ প্রশাসকের পাশাপাশি দেশের অর্থনীতিতেও তাঁর অবদান অনস্বীকার্য।

ফিকির প্রেসিডেন্ট সঙ্গীতা রেড্ডির কথায়, ‘‘বিচক্ষণ রাজনীতিবিদ ও শিল্পের সহায়ক প্রণববাবু সব ক্ষেত্রে সকলের কাছেই এক জন সম্মাননীয় ব্যক্তি ছিলেন।’’ যে কোনও রাজনৈতিক দলের মানুষই প্রণববাবুকে ভালবাসতেন ও সম্মান করতেন, বলেছেন জেএসপিএলের চেয়ারম্যান নবীন জিন্দল। অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারেল দীপক সুদের মতে, ভারতের অর্থনীতিতে বিভিন্ন ভূমিকায় তাঁর কাজের মান অত্যন্ত গভীর।

ভারতীয় গণতন্ত্রে প্রণববাবুকে বটগাছের সঙ্গে তুলনা করেছেন আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। তিনি এক জন দক্ষ রাজনীতিবিদ ও প্রশাসক ছিলেন বলেও মনে করেন সঞ্জীব।

এক টুইটে শোক প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘‘যুগ্ম ও অতিরিক্ত সচিব হিসেবে বাজেটে ওঁর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। স্বাধীন ভারতের ইতিহাস নিয়ে তাঁর জ্ঞান অবিস্মরণীয়। এক জন অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব ছিলেন তিনি।’’

সংবিধান নিয়ে জ্ঞানের পাশাপাশি অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাতে প্রণববাবুর দক্ষতার কথা কথা মনে করিয়ে দিয়েছেন ইন্ডিয়ান চেম্বারের প্রেসিডেন্ট রাজীব সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee Industrialists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE