Advertisement
০৪ মে ২০২৪
Pan-Aadhaar

প্যান-আধার সংযুক্তি নিয়ে নির্দেশ

এ দিকে বহু ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার যুক্ত না হওয়ায় অনেক আয়করদাতার প্যান অকেজো হয়ে রয়েছে। কর পর্ষদ বলেছে, করদাতাদের একাংশের অভিযোগ তাঁরা কর বাকি ফেলেছেন বলে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৮:২৫
Share: Save:

আগামী ৩১ মে-র মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা বা সংগ্রহ (টিডিএস/টিসিএস) করতে হবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রত্যক্ষ কর পর্ষদ। সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটাতে হবে। অর্থাৎ, যাঁদের আয় থেকে ১০% টিডিএস কাটে, তাঁদের থেকে কাটা হবে ২০%। নিয়োগকারী-সহ যাঁরা টাকা মেটাচ্ছেন (ডিডাক্টর, কালেক্টর)। তাঁদেরই অতিরিক্ত হারে ওই টিডিএস বা টিসিএস কেটে আয়কর দফতরে জমা দেওয়ার কথা। কিন্তু বহু ক্ষেত্রে বাড়তি ওই টাকা কাটা হয়নি। এ বার দ্বিগুণ হারে তা মেটানোর দাবি জানিয়ে নোটিস পাঠিয়েছে আয়কর দফকর।

এ দিকে বহু ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার যুক্ত না হওয়ায় অনেক আয়করদাতার প্যান অকেজো হয়ে রয়েছে। কর পর্ষদ বলেছে, করদাতাদের একাংশের অভিযোগ তাঁরা কর বাকি ফেলেছেন বলে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে। তাঁদের সুরাহা দিতে তাই প্যান-আধার জোড়ার নতুন সময়সীমা ঘোষণা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PAN card aadhaar card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE