Advertisement
০৫ মে ২০২৪
IRDA

আদর্শ টার্ম পলিসি চালু করতে নির্দেশ

ভারতে জনসংখ্যার নিরিখে বিমাকৃত মানুষের সংখ্যা খুবই কম। এই ধরনের পলিসি চালু করলে বহু মানুষ টার্ম পলিসি কিনতে আগ্রহী হবেন। বিশেষ করে নিচু আয়ের মানুষেরা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০২:৪৮
Share: Save:

যে সমস্ত সংস্থা জীবন বিমার ব্যবসা করে তাদের আগামী ১ জানুয়ারির মধ্যে ‘সরল জীবন বিমা’ নামে একটি সাধারণ টার্ম পলিসি বাজারে নিয়ে আসার নির্দেশ দিয়েছে বিমা ক্ষেত্রের নিয়ন্ত্রক আইআরডিএ। উল্লেখ্য, টার্ম পলিসিতে অল্প প্রিমিয়াম দিয়ে বড় অঙ্কের জীবন বিমা করানো যায়। তবে কোনও টাকা রিটার্ন পাওয়া যায় না।বৃহস্পতিবার সেই পলিসির রূপরেখা ব্যাখ্যা করে আইআরডিএ জানিয়েছে, অনেক সংস্থাই টার্ম পলিসি বিক্রি করে। কিন্তু বিভিন্ন সংস্থার পলিসির শর্ত বিভিন্ন। সেই জটিলতার জন্য সাধারণ মানুষের সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা হয়। একটি সাধারণ পলিসি থাকলে, তাঁদের বুঝে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বিমা সংস্থাগুলি নিয়ন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বলেছে, ভারতে জনসংখ্যার নিরিখে বিমাকৃত মানুষের সংখ্যা খুবই কম। এই ধরনের পলিসি চালু করলে বহু মানুষ টার্ম পলিসি কিনতে আগ্রহী হবেন। বিশেষ করে নিচু আয়ের মানুষেরা। এ দিন এক সভায় আইআরডিএ-র চেয়ারম্যান সুভাষচন্দ্র খুন্তিয়ার পরামর্শ, স্বাস্থ্য বিমা সংস্থাগুলি বেশি করে নির্দিষ্ট রোগভিত্তিক পলিসি বাজারে আনুক।

আরও পড়ুন: বাজার পড়ল হাজার পয়েন্ট, মুছল ৩.২৫ লক্ষ কোটি টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IRDA Insurance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE