Advertisement
১৭ জুন ২০২৪

ঋণ মঞ্জুরে অনিয়ম দিওয়ানেও

গলদ ছিল ধারের টাকা ঋণগ্রহীতারা কী ভাবে খরচ করছে, তার উপর নজরদারিতে।

ঋণ মঞ্জুরের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল পরিকাঠামোয় ঋণপ্রদানকারী আইএল অ্যান্ড এফএসে।

ঋণ মঞ্জুরের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল পরিকাঠামোয় ঋণপ্রদানকারী আইএল অ্যান্ড এফএসে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০২:২০
Share: Save:

সম্প্রতি বিশেষ অডিটে ধরা পড়েছে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল পরিকাঠামোয় ঋণপ্রদানকারী আইএল অ্যান্ড এফএসে। এ বার দিওয়ান হাউসিং ফিনান্সে নিযুক্ত স্বাধীন অডিটর সংস্থার রিপোর্ট জানাল, এই গৃহঋণ সংস্থাটি কোনও ভুয়ো (শেল) সংস্থার নামে ঋণ না দিলেও, মঞ্জুরের ক্ষেত্রে তারাও নিজেদের নিয়ম মানেনি। গলদ ছিল ধারের টাকা ঋণগ্রহীতারা কী ভাবে খরচ করছে, তার উপর নজরদারিতে। ঋণ ফেরত পাওয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শর্ত নথিতে রাখার ব্যাপারেও অনেক ক্ষেত্রে খামতি ছিল। ফলে ঝুঁকি বেড়ে বহু ঋণের।

দিওয়ানের বিরুদ্ধে গত জানুয়রিতে তদন্তমূলক সংবাদ পোর্টাল কোবরাপোস্ট অভিযোগ তুলেছিল, ২৬টি ভুয়ো সংস্থাকে ঋণ দিয়েছে তারা। ওই অভিযোগের ভিত্তিতে সেবি-সহ বিভিন্ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তদন্তের আতসকাচের তলায় আসে দিওয়ান। হিসেব পরীক্ষায় নিযুক্ত হয় স্বাধীন অডিটর। সেই অডিটের রিপোর্টই জমা পড়েছে এই সপ্তাহে। তবে রাজনৈতিক দলকে টাকা দেওয়ার যে অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়েছে রিপোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DHFL Dewan Housing Finance Corporation IL&FS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE