Advertisement
০৪ মে ২০২৪

ব্যাঙ্ক শিল্পের সংস্কারে জেটলির ঘোষণা শীঘ্রই

ব্যাঙ্কিং শিল্পে শীঘ্রই বড় মাপের সংস্কারের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। মেক ইন ইন্ডিয়া সপ্তাহ পালন উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত এক সভায় অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার এ কথা জানিয়ে বলেন, আর কয়েক দিনের মধ্যেই তিনি সেই ঘোষণা করবেন।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২০
Share: Save:

ব্যাঙ্কিং শিল্পে শীঘ্রই বড় মাপের সংস্কারের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। মেক ইন ইন্ডিয়া সপ্তাহ পালন উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত এক সভায় অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার এ কথা জানিয়ে বলেন, আর কয়েক দিনের মধ্যেই তিনি সেই ঘোষণা করবেন।

পাশাপাশি এ দিন অবশ্য তিনি স্পষ্ট করে দেন যে, ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কেন্দ্রের হাতে থাকা শেয়ার পুরোপুরি ছেড়ে দেওয়ার সময় এখনও আসেনি। তবে এই সব ব্যাঙ্কের পরিচালনা আরও পেশাদারি ভিত্তিতে করার লক্ষ্যে সেগুলির শেয়ার মালিকানা ৫১ শতাংশে নামিয়ে আনতে চান তাঁরা। উল্লেখ্য, ব্যাঙ্কিং শিল্পের ৭০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরই হাতে। অনুৎপাদক সম্পদের বোঝা বেড়ে যাওয়ায় অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খারাপ আর্থিক ফলাফলের পরিপ্রেক্ষিতে জেটলির মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ দিকে, মেক ইন ইন্ডিয়া সপ্তাহ উপলক্ষে শিল্পনীতি ও উন্নয়ন সংক্রান্ত সচিব অমিতাভ কান্ত জাপানি শিল্পপতিদের ভারতকে তাঁদের লগ্নির অন্যতম কেন্দ্র করার আর্জি জানান। বলেন, জাপানে উৎপাদন খরচ অনেক বেশি।

এ দিন ওড়িশায় হোটেল ও ফুড পার্ক গড়তে ৮০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনার কথা জানিয়েছেন আইটিসি চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর। বিশেষ আর্থিক অঞ্চল গড়তে টাটা স্টিলের শাখা টাটা স্টিল এসইজেডও ওড়িশার গোপালপুরে ২ থেকে আড়াই হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE