Advertisement
০২ মে ২০২৪
Indian Share Market

চড়া বাজারে মূল্যায়ন বাড়াল নমুরা

এক দিকে চিনের অর্থনীতির সমস্যার জেরে সেখান থেকে মুখ ফেরাচ্ছে আন্তর্জাতিক লগ্নিকারীরা। পুঁজি ঢালছে ভারতে।

An image of Share Market

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৩
Share: Save:

ভারতের শেয়ার বাজারের মূল্যায়ন বাড়াল জাপানভিত্তিক আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা নমুরা। তাদের মতে এ দেশের বাজার এখন ‘ওভারওয়েট’ (পরিস্থিতির নিরিখে সূচক উঁচুতে) এবং ‘বুলিশ’ (উত্থানের সম্ভাবনাযুক্ত)। এর আগে ভারতের বাজারকে ‘নিউট্রাল’ (অতিরিক্ত উঁচু নয়, আবার দুর্বলও নয়) বলেছিল তারা। বুধবার এক রিপোর্ট প্রকাশ করে নমুরা জানিয়েছে, অশোধিত তেলের বাড়তে থাকা দাম, বিশ্ব বাজারের দুর্বলতা এবং লোকসভা নির্বাচনের কারণে এখন বাজার সাময়িক ভাবে পড়তে পারে। তবে ভবিষ্যতে তার সূচক উপরের দিকেই থাকবে।

এক দিকে চিনের অর্থনীতির সমস্যার জেরে সেখান থেকে মুখ ফেরাচ্ছে আন্তর্জাতিক লগ্নিকারীরা। পুঁজি ঢালছে ভারতে। সেই সঙ্গে রয়েছে এ দেশের বিশাল বাণিজ্যিক বাজারের সুবিধা, একের পর এক সংস্কারমূলক পদক্ষেপ। নমুরার শেয়ার বাজারের লগ্নি পরিকল্পনাকারী চেতন শেঠ, অংশুমান আগরওয়াল এবং অঙ্কিত যাদব বলেছেন, “ভারতে এখন শেয়ারের দাম বেশ উঁচুতে। তবে কেন্দ্র তাদের আর্থিক নীতি বহাল রাখলে আগামী দিনেও সূচক উঁচুতেই থাকবে।’’

নমুরার বার্তায় বাজার আরও চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ বলেন, “আমার বিশ্বাস ভারতের বাজারে নমুরা লগ্নি বাড়াবে। তারা গুরুত্ব বাড়ানোয় অন্য বিদেশি লগ্নিকারীরাও ভারতের বাজার নিয়ে উৎসাহিত হবে।’’ তবে বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “অতিরিক্ত চাঙ্গা বাজারে লগ্নির ক্ষেত্রে সাধারণ লগ্নিকারীদের সাবধানে পা ফেলা জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Share Market Nomura Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE