Advertisement
১৬ মে ২০২৪

করযোগ্য সব পরিষেবায় কৃষি কল্যাণ সেস আজ থেকে

সমস্ত করযোগ্য পরিষেবায় আজ থেকে বসছে কেন্দ্রীয় সরকারের কৃষি কল্যাণ সেস (কেকেসি)। কৃষির উন্নতির লক্ষ্যে ০.৫ শতাংশ হারে এই সেস বসানোর প্রস্তাব বাজেটেই ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তা চালু হলে সাধারণ মানুষের উপর চাপবে বাড়তি ২০ হাজার ৬০০ কোটি টাকার করের বোঝা। ফলে টেলিফোনের বিল থেকে শুরু করে ট্রেন-বিমানের টিকিটের দাম, সব কিছুই বাড়ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৩:০২
Share: Save:

সমস্ত করযোগ্য পরিষেবায় আজ থেকে বসছে কেন্দ্রীয় সরকারের কৃষি কল্যাণ সেস (কেকেসি)। কৃষির উন্নতির লক্ষ্যে ০.৫ শতাংশ হারে এই সেস বসানোর প্রস্তাব বাজেটেই ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তা চালু হলে সাধারণ মানুষের উপর চাপবে বাড়তি ২০ হাজার ৬০০ কোটি টাকার করের বোঝা। ফলে টেলিফোনের বিল থেকে শুরু করে ট্রেন-বিমানের টিকিটের দাম, সব কিছুই বাড়ছে। বিমার প্রিমিয়ামের খরচও বাড়ছে ০.৫ শতাংশ হারে।

গত বছরই ০.৫ শতাংশ হারে পরিষেবার উপর স্বচ্ছ ভারত সেস বসিয়েছে কেন্দ্র। এ বার ওই একই হারে বসল কৃষি কল্যাণ সেস। এমনিতে স্বচ্ছ ভারত সেস বসানোর পরে পরিষেবা করের হার এখন ১৪.৫ শতাংশ। আজ থেকে তার সঙ্গে ০.৫ শতাংশ যোগ করে প্রত্যেক ক্রেতাকে ১৫ শতাংশ পরিষেবা কর দিতে হবে। তবে মোট ৪৭টি পরিষেবাকে এই অতিরিক্ত করের আওতা থেকে রেহাই দেওয়া হয়েছে।

রেলের বাতানুকূল শ্রেণির টিকিট, পণ্য মাসুল এবং পার্সেলের উপরও চাপছে এই সেস। রেল মন্ত্রক সূত্রের খবর, ১ জুন ও তার পরে বিক্রি করা টিকিটে এই সেস নেওয়া হবে। সাধারণ ও স্লিপার ক্লাসে তা বসছে না।

তবে ডেবিট বা ক্রেডিট কার্ডেরিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটলে টিকিট পিছু যে ৩০ টাকা পরিষেবা কর দিতে হত, তা তোলার নির্দেশ জারি হয়েছে। কিন্তু আইআরসিটিসিতে কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে অনলাইনে টিকিট কাটলে এই সুবিধা মিলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishi Kalyan Cess services
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE