Advertisement
১১ মে ২০২৪

পুরনো রিটার্নের ফর্ম জমার শেষ দিন ৩১ অগস্ট

গত ছ’টি হিসাব-বর্ষের জন্য দাখিল করা আয়কর রিটার্নকে বৈধতা দিতে সংশ্লিষ্ট ফর্ম বেঙ্গালুরুর কেন্দ্রীয় দফতরে পাঠানোর সময়সীমা ৩১ অগস্ট। যাঁরা আইটিআর-ভি (ভেরিফিকেশন) ফর্ম মারফত ওই দফতরে তা এত দিন জমা করেননি, তাঁদের তা পাঠাতে হবে ওই তারিখের মধ্যে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) ওই সময় বেঁধে দিয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০২:২৭
Share: Save:

গত ছ’টি হিসাব-বর্ষের জন্য দাখিল করা আয়কর রিটার্নকে বৈধতা দিতে সংশ্লিষ্ট ফর্ম বেঙ্গালুরুর কেন্দ্রীয় দফতরে পাঠানোর সময়সীমা ৩১ অগস্ট। যাঁরা আইটিআর-ভি (ভেরিফিকেশন) ফর্ম মারফত ওই দফতরে তা এত দিন জমা করেননি, তাঁদের তা পাঠাতে হবে ওই তারিখের মধ্যে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) ওই সময় বেঁধে দিয়েছে।

২০০৯-’১০ থেকে ২০১৪-’১৫ এই ছ’টি অর্থবর্ষের জন্য এই সুযোগ মিলবে। আয়কর দফতর জানিয়েছে, এটিই হবে শেষ সুযোগ। প্রসঙ্গত, ওই সব আয়করদাতা তাঁদের রিটার্ন জমার পরে আইটিআর-ভি ফর্মের প্রতিলিপি বেঙ্গালুরুর প্রধান কার্যালয়ে পাঠাননি। ওই দফতরে রিটার্ন জমা পড়েনি বলেই তা প্রক্রিয়া করা এবং টাকা ফেরতের (রিফান্ড) বিষয়গুলিও ঝুলে রয়েছে। ওই সব আয়করদাতাকে বলা হয়েছে, তাঁরা আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত আয়কর দফতরের পোর্টালে গিয়ে নিজেদের দাখিল করা রিটার্নকে বৈধতা দিতে পারেন। কিংবা আইটিআর-ভি ফর্মের প্রতিলিপি স্পিড পোস্টে বেঙ্গালুরুর ওই দফতরে পাঠাতে হবে। সবই করতে হবে ৩১ অগস্টের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income Tax CBDT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE