Advertisement
০৫ মে ২০২৪

অনলাইনে রফতানি লাইসেন্স 

সহজে ব্যবসার পরিবেশ তৈরির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি)। 

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০২:২৭
Share: Save:

নির্দিষ্ট কিছু পণ্যের রফতানির ক্ষেত্রে লাইসেন্সের আবেদন এবং তার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে করা যাবে। গত ১৯ মার্চ থেকে এই ব্যবস্থা চালু হলেও ১ এপ্রিল থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক হতে চলেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। সরকারি সূত্রের খবর, জৈব জ্বালানি-সহ কয়েকটি পণ্যের রফতানির ক্ষেত্রে আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়। এত দিন হাতে হাতে কাগজের মাধ্যমে এই দরখাস্ত করতে হত। প্রক্রিয়াও হত সে ভাবেই। এখন থেকে পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। সহজে ব্যবসার পরিবেশ তৈরির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি)।

মন্ত্রকের বক্তব্য, প্রশাসনিক কাজে জটিলতা কমলে মূল ব্যবসাতেও তার ইতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে লাইসেন্স পাওয়া সহজ হলে রফতানিও বৃদ্ধি পাবে। সম্প্রতি ডিজিএফটি বিশেষ কিছু পণ্য আমদানির ক্ষেত্রেও লাইসেন্স পেতে অনলাইন ব্যবস্থা চালু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

License Import Online
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE