Advertisement
১১ জুন ২০২৪
ম্যাকাও থেকে ফিরে

ম্যাকাওয়ের হোটেলে এখন পর্যটক টানছে থিম প্যারিস

শুধু ৩,০০০ কামরার হোটেল নয়। ম্যাকাওয়ের বুকে একখণ্ড প্যারিস-ই তুলে এনেছে লাস ভেগাস স্যান্ডস অ্যান্ড স্যান্ডস চায়না লিমিটেড। এমনকী আইফেল টাওয়ারও!

প্রজ্ঞানন্দ চৌধুরী
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:২৯
Share: Save:

শুধু ৩,০০০ কামরার হোটেল নয়। ম্যাকাওয়ের বুকে একখণ্ড প্যারিস-ই তুলে এনেছে লাস ভেগাস স্যান্ডস অ্যান্ড স্যান্ডস চায়না লিমিটেড। এমনকী আইফেল টাওয়ারও!

‘প্যারিসিয়ান ম্যাকাও’ নামের এই হোটেলে বিলাস ও বিনোদনের যাবতীয় পসরার সঙ্গে ‘থিম’ বা বিষয় হিসেবে সর্বত্র হাজির প্যারিসের ছাপ। তৈরির খরচ ৩০০ কোটি ডলার (২০ হাজার কোটি টাকা)। আগের মাসেই দরজা খোলা এই হোটেলে ২৮ হাজার টন ইস্পাত লেগেছে শুধু আইফেল টাওয়ারের প্রতিরূপ তৈরির জন্য।

তবে এ ধরনের থিম-হোটেল হংকং সংলগ্ন পর্যটন কেন্দ্র ম্যাকাওয়ে এই প্রথম তৈরি করেনি সংস্থা। ইতালির শহর ভেনিসের আদলে গড়া হোটেলের চার দিকে তৈরি করা হয়েছে জলাশয়। সেখানে ভাসানো হয়েছে ভেনিসের নৌকো গন্ডোলা-ও।

হোটেল তৈরির জন্য ২০০৪ সালে ম্যাকাওয়ে পা রাখে লাস ভেগাস স্যান্ডস অ্যান্ড স্যান্ডস চায়না। এখন সেখানে তাদের হোটেল ৮টি। কর্তৃপক্ষের দাবি, ঘরের সংখ্যা মোট ১৩ হাজার। সংস্থার কর্ণধার সেল্ডন জি অ্যান্ডেলসন জানান, আমেরিকা, জার্মানি, ব্রিটেনের মতো দেশের স্থাপত্যকে থিম করেও হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হোটেল মালয়েশিয়ায়। নাম ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল। কামরা ৭,৩০০টি। আর বৃহত্তম হোটেলটি (আবরাজ কুডাই) তৈরি হচ্ছে মক্কায়। ঘর ১০,০০০! হোটেলটি তৈরি করছে সৌদি আরবের অর্থ মন্ত্রক। ২০১৭-এ তা চালু হওয়ার কথা।

স্যান্ডস চায়না কর্তৃপক্ষের দাবি, ম্যাকাওয়ে ফি বছর পর্যটক বাড়ছে ৫.৫%। বেশি আসেন চিন থেকে। প্যারিসিয়ান ম্যাকাও হোটেলের ভাইস প্রেসিডেন্ট (বিপণন) রুথ বস্টনের দাবি, ভারতীয় পর্যটকও বাড়ছে। তিনি বলেন, ‘‘মে-জুনে স্কুল-কলেজে ছুটি বলে ভারতীয়রা বেশি আসেন। তবে সেরা মরসুম জুলাই-অগস্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Macao Hotels Paris Style
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE