Advertisement
২১ মে ২০২৪

অনুৎপাদক সম্পদ নিয়ে ব্যাঙ্ক-কে ভরসা দিল মুডিজ

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ভারতে ব্যাঙ্কিং শিল্পের আর্থিক হাল কিছুটা স্থিতিশীল হতে চলেছে। তার কারণ অনুৎপাদক সম্পদ তৈরির সম্ভাবনা গত ৫ বছরের তুলনায় কমছে বলে সোমবার পূর্বাভাস দিয়েছে মূল্যায়ন সংস্থা মুডিজ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৮
Share: Save:

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ভারতে ব্যাঙ্কিং শিল্পের আর্থিক হাল কিছুটা স্থিতিশীল হতে চলেছে। তার কারণ অনুৎপাদক সম্পদ তৈরির সম্ভাবনা গত ৫ বছরের তুলনায় কমছে বলে সোমবার পূর্বাভাস দিয়েছে মূল্যায়ন সংস্থা মুডিজ।

উল্লেখ্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী ঋণের শোধ হওয়ার সম্ভাবনার ভিত্তিতে যাচাই করা হয় তার মান। এ ক্ষেত্রে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের একটি বড় অংশ ‘খারাপ ঋণ’, যা শোধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

তবে এ বার এই খারাপ ঋণ বাড়ার সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস দিয়েছেন মুডিজ-এর ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ক্রেডিট অফিসার শ্রীকান্ত বদলামণি। সারা দেশে ১৫টি ব্যাঙ্কের মূল্যায়ন করেন তাঁরা। হাতে রয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্রের ৭০ শতাংশ সম্পদ। সেই মূল্যায়নে ১১টি ব্যাঙ্কেরই হাল ফেরার সম্ভাবনা ইতিবাচক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moody's Banks Non profitable asset
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE