Advertisement
১৫ জুন ২০২৪
Gold Loan

সোনায় আরও ঋণ, রেকর্ড দামে হাতে আসবে বাড়তি নগদ

শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতির নথিতে জানানো হয়েছে, ব্যাঙ্কে সোনা বা গয়না জমা রেখে ঋণ নিলে তার মূল্যের সর্বোচ্চ ৯০% অর্থ হাতে পাওয়া যাবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০২:৫০
Share: Save:

অতিমারির সময়ে ব্যবসায়িক সংস্থা এবং সাধারণ মানুষের হাতে আরও বেশি নগদ পৌঁছে দিতে রিজার্ভ ব্যাঙ্কের অস্ত্র এ বার স্বর্ণ ঋণ।

শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতির নথিতে জানানো হয়েছে, ব্যাঙ্কে সোনা বা গয়না জমা রেখে ঋণ নিলে তার মূল্যের সর্বোচ্চ ৯০% অর্থ হাতে পাওয়া যাবে। আগে মিলত ৭৫%। এই সুবিধা পাবে কৃষি বাদে অন্যান্য ক্ষেত্র। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত তা চালু থাকবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, করোনার সময়ে ছোট উদ্যোগ এবং সাধারণ মানুষের হাতে বেশি নগদ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করেছে শীর্ষ ব্যাঙ্ক। বিশেষ করে সরাসরি ব্যাঙ্ক ঋণ নেওয়ার ক্ষেত্রে যখন দ্বিধা রয়েছে অনেকের মধ্যে। তা ছাড়া মুখ থুবড়ে পড়া অর্থনীতির আবহে প্রায় রোজই সোনার দাম বাড়ছে। গত বুধবার ৩% জিএসটি ধরে ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ছিল ৫৬,৩১০ টাকা। আর বৃহস্পতিবার তা এক লাফে আরও বেড়ে হয়েছে ৫৮,২৫৬ টাকা। পাল্লা দিয়ে দাম বাড়ছে গয়নার সোনারও। ফলে স্বর্ণ ঋণে এমনিতেই বেশি নগদ পাওয়ার সুযোগ বেড়েছে। এ দিনের ঋণনীতিতে তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।

স্বর্ণ ঋণ

• বন্ধক রাখা সোনার দামের সর্বোচ্চ ৯০% ঋণ। আগে ছিল ৭৫%।

• হাতে আসবে বাড়তি নগদ।

• সুবিধা পাবে ছোট সংস্থা, খুচরো ঋণগ্রহীতারা।

ডিজিটাল লেনদেন

• ইন্টারনেট ছাড়া কার্ড, মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন।

• পরীক্ষামূলক ভাবে চালু শীঘ্রই।

• সংস্থাগুলিকে এই ব্যবস্থা তৈরির নির্দেশ।

আরও ক্ষেত্র

• ঋণে অগ্রাধিকার ক্ষেত্রের তালিকায় স্টার্ট-আপ।

• প্রান্তিক ও ছোট চাষিদের ঋণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি।

• বিকল্প বিদ্যুৎ-সহ পরিবেশ বন্ধব সংস্থাকে আরও ঋণ।

এ দিন ইন্টারনেট সংযোগ ছাড়া কার্ড, মোবাইল এবং ওয়ালেটের সাহায্যে ২০০ টাকা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্তও নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। প্রথমে তা পরীক্ষামূলক ভাবে চালু হবে। ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করার জন্য ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে সংশ্লিষ্ট প্রযুক্তি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট নেই বা সংযোগে সমস্যা রয়েছে। সেখানকার মানুষদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ।

করোনার আবহে পুঁজির অভাবে হারিয়ে যেতে বসেছে বহু স্টার্ট-আপ সংস্থা। এই সমস্যার সমাধানে এ দিন নতুন উদ্যোগ সংস্থাগুলিকে ঋণের অগ্রাধিকার তালিকায় ঢুকিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, এই তালিকায় বাড়ানো হয়েছে কয়েকটি ক্ষেত্রে ঋণের ঊর্ধ্বসীমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Loan Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE