Advertisement
০১ নভেম্বর ২০২৪

সাইরাসকে টাটার পদে ফেরানোর নির্দেশ

তিন বছর এক মাস ছাব্বিশ দিন। পাশা উল্টে যেতে ঠিক এতটাই সময় লাগল।

সাইরাস মিস্ত্রি।

সাইরাস মিস্ত্রি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:১৭
Share: Save:

তিন বছর এক মাস ছাব্বিশ দিন। পাশা উল্টে যেতে ঠিক এতটাই সময় লাগল।

বুধবার জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের আপিল আদালত (এনসিএলএটি) রায় ঘোষণার পরে টাটা সাম্রাজ্যের ইতিহাসে রতন টাটা ও সাইরাস মিস্ত্রির ‘কর্পোরেট লড়াই’-এর পাতায় লেখা হল পুরোদস্তুর উলট-পুরাণ। টাটা সন্স-এর এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান পদে মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দিল এনসিএলএটি। ২০১৬ সালের ২৪ অক্টোবর টাটাদের সদর দফতর বম্বে হাউসে পর্ষদের বৈঠক শুরুর মিনিট পাঁচেক আগে আচমকাই ওই পদ থেকে বিতাড়িত হন মিস্ত্রি।

এনসিএলএটি বলেছে সাইরাসকে সরানোর সিদ্ধান্ত ছিল দমনমূলক। তাঁর পরে টাটা সন্স-এর প্রধান পদে এন চন্দ্রশেখরনের নিয়োগকেও বেআইনি তকমা দিয়েছে তারা। তবে রায় কার্যকরের প্রক্রিয়া চার সপ্তাহ স্থগিত থাকবে। যাতে টাটারা আবেদনের সুযোগ পায়। টাটাদের মূল সংস্থা টাটা সন্স-এর প্রায় ১৮.৪% মালিকানা নির্মাণ সংস্থা শাপুরজি-পালোনজি গোষ্ঠীর হাতে। সাইরাস তার চেয়ারম্যান পালোনজি মিস্ত্রির ছেলে। এ দিন তিনি বলেন, ‘‘এটা ভাল পরিচালনার নীতি ও সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকারের জয়।’’ আর টাটা সন্স-এর বার্তা, আইনি পথে মোকাবিলা করা হবে।

অন্য বিষয়গুলি:

NCLAT Cyrus Mistry TATA Sons
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE