Advertisement
১৩ জুন ২০২৪

সুব্রত রায়ের জামিনের টাকা জোগাড়ে নতুন প্রস্তাব সহারার

জেলবন্দি সুব্রত রায়কে ছাড়াতে টাকা জোগার করার জন্য ফের সুপ্রিম কোর্টের কাছে নতুন পরিকল্পনা পেশ করল সহারা গোষ্ঠী। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই ইত্যাদি জায়গায় সংস্থার সম্পত্তি বিক্রি করে প্রয়োজনীয় টাকা তোলার প্রস্তাবও।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৪
Share: Save:

জেলবন্দি সুব্রত রায়কে ছাড়াতে টাকা জোগার করার জন্য ফের সুপ্রিম কোর্টের কাছে নতুন পরিকল্পনা পেশ করল সহারা গোষ্ঠী। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই ইত্যাদি জায়গায় সংস্থার সম্পত্তি বিক্রি করে প্রয়োজনীয় টাকা তোলার প্রস্তাবও।

মঙ্গলবার শীর্ষ আদালতে গোষ্ঠীর আইনজীবী কপিল সিব্বল জানান, মুম্বইয়ে সহারা স্টার হোটেল, হাতে থাকা চারটি বিমান এবং সহারা ফোর্স ইন্ডিয়ান ফর্মুলা-১ টিমে সংস্থার ৪২ শতাংশ শেয়ার বিক্রির জন্য কথাবার্তা চালাচ্ছে সহারা। এ দিকে, বিদেশে তাদের তিনটি হোটেল বিক্রির প্রচেষ্টা এখনও বজায় রয়েছে বলে আদালতে দাবি করেন তিনি। যার মধ্যে কাতার সরকারকে লন্ডনের গ্রসভেনর হোটেলটি বিক্রির কথা চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহারার ঘরে ২,৩০০ কোটি টাকা আসবে বলে মনে করছে তারা। পাশাপাশি, রাশিয়ার একটি ব্যাঙ্কের কাছে নিউ ইয়র্ক প্লাজা এবং ড্রিম নিউ ইয়র্ক হোটেলে লগ্নি করার জন্য প্রস্তাব রেখেছে তারা। এর পরই এই পুরো বিষয়টি নিয়ে চার সপ্তাহের মধ্যে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-কে নিজেদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি টি এস ঠাকুর, এ আর দাভে এবং এ কে সিরকের বেঞ্চ।

প্রসঙ্গত, সহারা কর্তা সুব্রত রায়কে জেল থেকে ছাড়াতে ৫ হাজার কোটি টাকার নগদ এবং সমমূল্যের ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। পাশাপাশি, তিনি জেল থেকে ছাড়া পাওয়ার ১৮ মাসের মধ্যে ৩৬ হাজার কোটি টাকা শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে জমা দিতে হবে সহারাকে। গত ২০১৪ সালের মার্চ থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন সুব্রতবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sahara release
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE