Advertisement
০৩ জুন ২০২৪

অ্যালকাটেল লুসেন্টকে হাতে নিতে সায় নোকিয়াকে

ফরাসি সংস্থা অ্যালকাটেল লুসেন্টকে হাতে নিতে আমেরিকায় নিয়ন্ত্রকের চূড়ান্ত সায় পেল নোকিয়া। সংস্থা জানিয়েছে, এর আগে মার্কিন বিচার বিভাগের অনুমোদন পেয়েছিল তারা। আর এ বার তাদের চুক্তিতে সায় দিয়েছে আমেরিকায় বিদেশি লগ্নি কমিটিও।

সংবাদ সংস্থা
হেলসিঙ্কি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫০
Share: Save:

ফরাসি সংস্থা অ্যালকাটেল লুসেন্টকে হাতে নিতে আমেরিকায় নিয়ন্ত্রকের চূড়ান্ত সায় পেল নোকিয়া। সংস্থা জানিয়েছে, এর আগে মার্কিন বিচার বিভাগের অনুমোদন পেয়েছিল তারা। আর এ বার তাদের চুক্তিতে সায় দিয়েছে আমেরিকায় বিদেশি লগ্নি কমিটিও। প্রসঙ্গত, গত এপ্রিলে আর্থিক ভাবে সমস্যায় পড়া অ্যালকাটেল লুসেন্টকে অধিগ্রহণের কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সংস্থাটি। পুরোপুরি শেয়ার হস্তান্তরের মাধ্যমে এই অধিগ্রহণ হওয়ার কথা, যার বাজার মূল্য প্রায় ১,৭৬০ কোটি ডলার। এর পর জুলাইতেই তাদের চুক্তিতে সায় দেয় ইউরোপীয় কমিশন এবং সেখানকার নিয়ন্ত্রক সংস্থা। আগামী বছরে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে নোকিয়া। যা হলে যৌথ উদ্যোগ সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থায় পরিণত হবে, যা সরাসরি পাল্লা দেবে এরিকসন এবং হুয়েইএর মতো সংস্থার সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nokia alcatel lucent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE