Advertisement
২১ মে ২০২৪
Nokia 4.2

পাওয়ার লেড বাটন-সহ নোকিয়ার নতুন স্মার্টফোন আসছে ভারতের বাজারে, দাম...

নোকিয়া ৪.২ ও নোকিয়া ৩.২ স্মার্টফোন দু’টি আজ, মঙ্গলবার আত্মপ্রকাশ করবে ভারতের বাজারে।

নোকিয়া ৪.২ লঞ্চ করবে ভারতের বাজারে। ছবি সৌজন্যে টুইটার।

নোকিয়া ৪.২ লঞ্চ করবে ভারতের বাজারে। ছবি সৌজন্যে টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৩:৩৫
Share: Save:

ভারতে স্মার্টফোনের বাজার ফিরে পেতে মরিয়া নোকিয়া। সেই লক্ষ্যে এ বছর বেশ কয়েকটি নতুন স্মার্টফোন তারা লঞ্চ করবে ভারতের বাজারে। তার মধ্যে নোকিয়া ৪.২ ও নোকিয়া ৩.২ স্মার্টফোন দু’টি আজ, মঙ্গলবার আত্মপ্রকাশ করবে ভারতের বাজারে।

নতুন ফিচারের নোকিয়ার এই স্মার্টফোন ভারতের বাজারে বেশ ভালই সারা ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দু’টি স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে থাকবে লেড পাওয়ার বাটন। ফোনে কোনও মেসেজ, নোটিফিকেশন বা মিসড কল এলে লেড বাটনে আলো জ্বলবে। ১০ হাজার টাকার মধ্যেই এই ফোনের দাম সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

লেড পাওয়ার বাটন ছাড়াও নোকিয়ার এই দু’টি স্মার্টফোনে থাকবে গুগল অ্যাসিট্যান্ট বাটন। এগুলিই প্রথম নোকিয়ার ফোন যেখানে স্থায়ী ভাবে এই বোতাম থাকবে। স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট ছাড়াও এই ফোনে থাকবে ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি। শোনা যাচ্ছে, র‌্যাম থাকবে ২ বা ৩ জিবি। নোকিয়া ৪.২ স্মার্টফোনটিতে থাকবে ডুয়াল ক্যামেরা।

লঞ্চ হওয়ার পর ফোনগুলি বাজারে কেমন জায়গা করে নেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: দোলাচলের বাজারে বিনিয়োগে সাবধান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nokia Smart Phone Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE