Advertisement
০৮ মে ২০২৪

ওএনজিসি বিদেশ নথিভুক্তির উদ্যোগ কেন্দ্রের

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র বিদেশি শাখা ওএনজিসি বিদেশ-কে শেয়ার বাজারে নথিভুক্ত করতে চায় কেন্দ্র। বৃহস্পতিবার এ কথা জানিয়ে সংস্থার এক কর্তা বলেন, এই মর্মে অর্থমন্ত্রকের থেকে চিঠি পেয়েছেন তাঁরা। তবে তাঁর দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর এখন অনেকটাই কম। সেই কারণে শাখা সংস্থাটি নথিভুক্ত করার সময়ও পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ওএনজিসি-র আধিকারিকরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০২:০৮
Share: Save:

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র বিদেশি শাখা ওএনজিসি বিদেশ-কে শেয়ার বাজারে নথিভুক্ত করতে চায় কেন্দ্র। বৃহস্পতিবার এ কথা জানিয়ে সংস্থার এক কর্তা বলেন, এই মর্মে অর্থমন্ত্রকের থেকে চিঠি পেয়েছেন তাঁরা। তবে তাঁর দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর এখন অনেকটাই কম। সেই কারণে শাখা সংস্থাটি নথিভুক্ত করার সময়ও পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ওএনজিসি-র আধিকারিকরা।

এ দিকে, গত অর্থবর্ষের চতুর্থ (জানুয়ারি-মার্চ) ত্রৈমাসিকে ওএনজিসি-র নিট মুনাফা কমেছে ১৯.৫%। দাঁড়িয়েছে ৩,৯৩৫ কোটি টাকায়। তবে আলোচ্য সময়ে সংস্থার ব্যবসা ১.৩% বেড়ে হয়েছে ২১,৬৮৩ কোটি টাকা। মূলত তেল উত্তোলনের খরচ বৃদ্ধি এবং কূপ খননের পরও তা থেকে তেল উত্তোলন না-হওয়ায় সেই লগ্নি খরচের খাতায় ধরাই মুনাফা টেনে নামিয়েছে বলে জানিয়েছে ওএনজিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Government ONGC Videsh ONGC company feels
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE