Advertisement
১৭ মে ২০২৪

নোট ছাপা হচ্ছে পুরোদমে, জানাল আরবিআই

আরবিআইয়ের সব টাকশালেই নোট ছাপা হচ্ছে পুরোদমে। শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে শনিবার এ কথা জানিয়ে বলা হয়েছে, উৎপাদন ক্ষমতার পুরোটাই কাজে লাগাচ্ছে তারা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০২:৪০
Share: Save:

আরবিআইয়ের সব টাকশালেই নোট ছাপা হচ্ছে পুরোদমে। শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে শনিবার এ কথা জানিয়ে বলা হয়েছে, উৎপাদন ক্ষমতার পুরোটাই কাজে লাগাচ্ছে তারা।

পাশাপাশি, মানুষকে আরও বেশি করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল/ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মতো বিকল্প ব্যবস্থা কাজে লাগাতে বলেছে তারা। তা হলে নোটের চাহিদা কিছুটা কমবে। ডিজিটাল জমানার সুবিধাও নিতে পারবেন তাঁরা। এ দিন এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক ফের দাবি করেছে, যথেষ্ট নোট মজুত রাখা হচ্ছে, যাতে দেশ জুড়ে বিভিন্ন ব্যাঙ্ক তা ব্যবহার করতে পারে। তবে দ্রুত ও মসৃণ ভাবে নতুন ব্যবস্থায় রূপান্তর পুরো ব্যাঙ্কিং ব্যবস্থার সামনে একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে শীর্ষ ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Notes print
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE