Advertisement
০৫ মে ২০২৪

রাজ্য স্তরে জিএসটি বিল পাশে চাপ প্রধানমন্ত্রীর

আর দেরি না করে রাজ্য স্তরের পণ্য-পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত বিলগুলি পাশ করাতে বললেন নরেন্দ্র মোদী।রবিবার নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সমাপ্তি ভাষণে মোদী বলেন, এই নিয়ে আর দেরি করা চলবে না। যদিও সকালে এই সংক্রান্ত বিল কার্যকর করার জন্য তিনি মুখ্যমন্ত্রীদের তারিফ করেন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০২:৪৬
Share: Save:

আর দেরি না করে রাজ্য স্তরের পণ্য-পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত বিলগুলি পাশ করাতে বললেন নরেন্দ্র মোদী।

রবিবার নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে সমাপ্তি ভাষণে মোদী বলেন, এই নিয়ে আর দেরি করা চলবে না। যদিও সকালে এই সংক্রান্ত বিল কার্যকর করার জন্য তিনি মুখ্যমন্ত্রীদের তারিফ করেন। বলেন, জিএসটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শক্তিকেই চিহ্নিত করে। নিজেদের আদর্শ ও রাজনৈতিক মতভেদ দূর করে যে-ভাবে তাঁরা এক মঞ্চে এসে নতুন ব্যবস্থাকে সমর্থন করেছেন, এটি সকলের কৃতিত্ব। মোদীর মতে, জিএসটিতে ঐকমত্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি ‘এক দেশ, এক প্রত্যাশা, এক সঙ্কল্পের’ প্রতীক।

কিন্তু বেলা গড়াতে প্রধানমন্ত্রী রাজ্যগুলির উপর চাপ বাড়ান। কারণ, এখনও রাজ্য স্তরের পণ্য-পরিষেবা কর বিল বিধানসভায় পাশ হয়নি অনেক জায়গাতেই। শিল্পমহলের একাংশও এ নিয়ে অসন্তুষ্ট। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পের আশঙ্কা বেশি। এই কারণে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ইতিমধ্যেই ১ জুলাইয়ের পরিবর্তে ১ অক্টোবর জিএসটি চালুর দাবি তুলেছেন। কিন্তু কেন্দ্র ১ জুলাই থেকেই তা চালু করতে বদ্ধপরিকর। মোদী নিজের দলের নেতা, মন্ত্রীদের তো এ নিয়ে প্রচার চালাতে বলেছেন। পাশাপাশি, সারা দেশে কর্মশালার আয়োজনও করছেন, যাতে সকলের আশঙ্কা দূর করা যায়। রাজ্যগুলিকেও আজ তাগাদা দিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE