Advertisement
১৬ জুন ২০২৪
India post

মাস্ক বিক্রির উদ্যোগ ডাকঘরের

আন্দামান-নিকোবরের পরে শনিবার থেকে কলকাতা জিপিও-তেও শুরু হয়েছে ওই মাস্ক বিক্রি। 

ছবি: আইস্টক।

ছবি: আইস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ২৩:২৭
Share: Save:

গঙ্গাজল থেকে শুরু করে করোনা মোকাবিলার মাস্ক। মেট্রো শহর থেকে দেশের প্রত্যন্ত এলাকা, ডাকঘরের পরিকাঠামো সর্বত্র বিস্তৃত। ডাক সামগ্রী বিক্রি ও পরিষেবার পাশাপাশি আধার ভিত্তিক আর্থিক পরিষেবা দিতে ব্যবহার করা হয় তাকে। গঙ্গাজল, ডাল ইত্যাদিও বিক্রি হয়েছে বিভিন্ন ডাকঘরে। এ বার মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কল। আন্দামান-নিকোবরের পরে শনিবার থেকে কলকাতা জিপিও-তেও শুরু হয়েছে ওই মাস্ক বিক্রি।

সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল মার্ভিন আলেকজ়ান্ডার বলেন, ‘‘এখন রাজ্যের ৪৬টি প্রধান ডাকঘরে দু’তিন ধরনের মাস্ক বিক্রি হবে। পরে অন্যত্র বিক্রির ভাবনা আছে।’’ তাঁর দাবি, মাস্কের স্বীকৃতি খতিয়ে দেখেই বরাত দেওয়া হচ্ছে। ব্যবসা নয়, অতিমারি যোঝার সরঞ্জাম মানুষের কাছে পৌঁছতেই এই উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India post Coronavirus in India GPO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE