Advertisement
১১ মে ২০২৪

প্রশ্ন ঋণনীতিতে নাক গলানোর

ঋণনীতির বিষয়টি তারা খতিয়ে দেখবে বলে আজ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটিই সুদ ঠিক করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০৭:৩০
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির সঙ্গে সরকারের আর্থিক নীতির সামঞ্জস্য তৈরির রাস্তা খুঁজবে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদও। তবে আরবিআইয়ের ঋণনীতি কমিটির কাজে পরিষদ এ বার নাক গলাবে কি না, এর জেরে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে তা নিয়েই।

ঋণনীতির বিষয়টি তারা খতিয়ে দেখবে বলে আজ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটিই সুদ ঠিক করে। ফলে প্রশ্ন উঠেছে, পরিষদও কী তাতে হস্তক্ষেপ করবে? চেয়ারম্যান বিবেক দেবরায়ের যুক্তি, তাঁরা রিজার্ভ ব্যাঙ্ক, ঋণনীতি কমিটির কথা শুনবেন। সুদ ঠিক করায় হস্তক্ষেপ করবেন না। তবে কমিটির সিদ্ধান্তের পাশাপাশিও পরিপূরক নীতি নেওয়া সম্ভব।

সম্প্রতি ঋণনীতিতে সুদ একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। যুক্তি দিয়েছে, এখন মূল্যবৃদ্ধি কম থাকলেও তা শীতকালে বাড়তে পারে। কিন্তু মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন সুদ কমানোর পক্ষে। আজ তিনি পরিষদের সামনে অর্থনীতির ছবিটা বিশদে তুলে ধরেন। পরিষদের একাধিক সদস্যও মনে করছেন, সুদ কমানোর অবকাশ রয়েছে। কারণ বৃদ্ধি চাঙ্গা করার কথাও ভাবতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE