Advertisement
১৬ মে ২০২৪

ভারতে সিস্টেমার শাখা কিনছে আর-কম

রুশ টেলিকম পরিষেবা বহুজাতিক সিস্টেমা-র ভারতীয় ব্যবসা কিনে নেওয়ার জন্য কথা চালাচ্ছে রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। সোমবার এক বিবৃতিতে অনিল অম্বানীর সংস্থা জানিয়েছে, শেয়ার বিনিময়ের মাধ্যমে সিস্টেমা শ্যাম টেলি সার্ভিসেসের (এসএসটিএল) সঙ্গে সম্ভাব্য সংযুক্তির জন্য কথা বলছে তারা। তবে এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাকি রয়েছে প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখা, নিয়ন্ত্রকের অনুমতি পাওয়ার মতো বিভিন্ন ধাপও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:০০
Share: Save:

রুশ টেলিকম পরিষেবা বহুজাতিক সিস্টেমা-র ভারতীয় ব্যবসা কিনে নেওয়ার জন্য কথা চালাচ্ছে রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)।

সোমবার এক বিবৃতিতে অনিল অম্বানীর সংস্থা জানিয়েছে, শেয়ার বিনিময়ের মাধ্যমে সিস্টেমা শ্যাম টেলি সার্ভিসেসের (এসএসটিএল) সঙ্গে সম্ভাব্য সংযুক্তির জন্য কথা বলছে তারা। তবে এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাকি রয়েছে প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখা, নিয়ন্ত্রকের অনুমতি পাওয়ার মতো বিভিন্ন ধাপও।

তবে কথাবার্তা যে অনেকটাই এগিয়েছে, সেই ইঙ্গিত তাদের বিবৃতিতে স্পষ্ট। আর-কমের এই বিবৃতির সঙ্গে সহমত পোষণ করেছে সিস্টেমাও। উল্লেখ্য, বর্তমানে ভারতে এমটিএস ব্র্যান্ড-নামে টেলি পরিষেবা দেয় এসএসটিএল। প্রায় ৯০ লক্ষ গ্রাহক সমেত এ দেশের বাজারের এক শতাংশ দখলে রেখেছে সিস্টেমা ও ভারতের শ্যাম গোষ্ঠীর ওই যৌথ উদ্যোগ।

এ দিনের বিবৃতির দৌলতে দাদা মুকেশ অম্বানীর পরে মাত্র কয়েক দিনের ব্যবধানে খবরের শিরোনামে উঠে এলেন ভাই অনিল অম্বানীও। সেই একই টেলিকম ব্যবসার সৌজন্যে। গত শুক্রবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় মুকেশ ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যেই সারা দেশে ফোর-জি পরিষেবা চালু করবেন তাঁরা। ওই প্রযুক্তির পরিষেবা সমৃদ্ধ ফোন সাধারণ মানুষের হাতে তুলে দেবেন চার হাজার টাকায়। এরপরে টেলিকম ক্ষেত্রে বড়সড় দামের লড়াই বাধবে বলে তখনই নড়েচড়ে বসেছিলেন বিশেষজ্ঞরা। আর তারপরেই এ দিন অনিলের এই ঘোষণা। আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হলে, দেশের টেলিকম বাজারে তা চিহ্নিত হবে সংস্থা সংযুক্তিকরণের প্রথম ধাপ হিসেবে।

সংবাদ সংস্থার খবর, সম্প্রতি দুই সংস্থার মধ্যে এই গাঁটছড়ার সম্ভাবনা খতিয়ে দেখতে আর-কমের কর্ণধার অনিল অম্বানীর সঙ্গে কথা বলেন সিস্টেমার মালিক রুশ ধনকুবের ভ্লাদিমির এভতুশেনকভ। বাজারে জল্পনা ছিল, প্রতিযোগী সংস্থা টাটা টেলি সার্ভিসেস এবং এয়ারসেলের সঙ্গেও হাত মেলানোর সম্ভাবনা খতিয়ে দেখছে সিস্টেমা। কিন্তু এখন ওয়াকিবহাল মহলের দাবি, আর-কমের সঙ্গে সিস্টেমার কথা অনেকটাই এগিয়েছে। তা আটকে আছে মূলত অংশীদারি নিয়ে দর কষাকষিতে। দুই সংস্থার সংযুক্তিতে তৈরি যৌথ উদ্যোগে ১০ শতাংশ অংশীদারি চায় সিস্টেমা। কিন্তু আর-কম চায় তা ৭-৮ শতাংশের মধ্যে বেঁধে রাখতে। প্রসঙ্গত, ভারতে যে-তিন সংস্থা সিডিএমএ প্রযুক্তির মোবাইল পরিষেবা দেয়, সিস্টেমা তার অন্যতম। বাকি দুই সংস্থা টাটা টেলি এবং আর-কম অবশ্য সিডিএমএ-র পাশাপাশি জিএসএম প্রযুক্তিরও পরিষেবা দেয়।

চিনের পরেই বিশ্বে মোবাইল ফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। গ্রাহক সংখ্যা ৯৭ কোটি। ফলে সম্ভাবনাময় এই বাজারে জমি দখল করতে একে অপরের সঙ্গে ক্রমাগত টক্কর দিয়ে চলেছে ১২টি টেলিকম পরিষেবা সংস্থা। এমনকী গ্রাহক টানার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের ছিটকে দিতে মাসুল কম রাখার তীব্র লড়াই চলছে তাদের মধ্যে। তার উপর রয়েছে স্পেকট্রামের চড়া দাম। ফলে এই পরিস্থিতিতে মোবাইল পরিষেবার বাজারে সংযুক্তি শুরু স্রেফ সময়ের অপেক্ষা বলে অনেক দিনই বলে আসছেন অনেকে। আর কম-সিস্টেমার কথা চূড়ান্ত হলে, তা হবে সেই দিকে প্রথম ধাপ।

এই মুহূর্তে ভারতে মোবাইল পরিষেবা সংস্থাগুলির মধ্যে এসএসটিএলের স্থান বেশ পিছনের দিকে, নবম। এমনিতে এ দেশে ২০০৮ সালে পা রেখেছিল সিস্টেমা। কিন্তু টু-জি কেলেঙ্কারির জেরে আদালতের নির্দেশে অন্য কয়েকটি সংস্থার সঙ্গে তাদেরও টেলিকম পরিষেবার লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল। ২০১৩ সালে নিলামে যোগ দিয়ে নতুন করে স্পেকট্রাম কিনে পরিষেবা শুরু করে তারা। অন্য দিকে, গ্রাহক সংখ্যার বিচারে চতুর্থ স্থানে থাকলেও, ব্যবসার অন্যান্য মাপকাঠিতে প্রথম তিন সংস্থা এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া-র তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে আর-কম। বাজারে তাদের অংশীদারি ১১.৩ শতাংশ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই পরিস্থিতিতে তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকতেই সংযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে সিস্টেমা এবং আর-কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE