Advertisement
১৫ মে ২০২৪

খুচরো বাজারে মূল্যবৃদ্ধি কমলো, ফের জোরালো সুদ কমানোর দাবি

পাঁচ মাস বাদে কমার মুখ নিল খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে খাদ্য সামগ্রীর দর কিছুটা কম হারে বাড়ায় ফেব্রুয়ারিতে তা নামল ৫.১৮ শতাংশে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:৪৮
Share: Save:

পাঁচ মাস বাদে কমার মুখ নিল খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে খাদ্য সামগ্রীর দর কিছুটা কম হারে বাড়ায় ফেব্রুয়ারিতে তা নামল ৫.১৮ শতাংশে। খুচরো মূল্যবৃদ্ধি জানুয়ারিতে ছিল ৫.৬৯%। পাশাপাশি, পাইকারি দর সরাসরি পড়ল এই নিয়ে টানা ১৬ মাস। এ ক্ষেত্রেও খাদ্যপণ্য ও তেলের দাম কমার হাত ধরে ফেব্রুয়ারিতে দাম কমেছে ০.৯১% হারে।

এক দিকে পড়তি দর ও অন্য দিকে ঝিমিয়ে থাকা শিল্পোৎপাদনের (জানুয়ারিতে যা কমেছে ১.৫%) কারণ দেখিয়ে ফের জোরালো হয়েছে সুদ কমানোর দাবি। শিল্পমহলের আশা, ৫ এপ্রিলের ঋণনীতিতে সুদ কমানোর পথেই হাঁটবেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। তাঁদের যুক্তি, ঋণে সুদের খরচ কমলে তা অর্থনীতিতে চাহিদা বাড়িয়ে শিল্পের চাকায় গতি ফেরাবে।

রিজার্ভ ব্যাঙ্ক সুদ স্থির করার জন্য মূলত খুচরো মূল্যবৃদ্ধির উপরই নজর রাখে। শিল্পোৎপাদন বাড়ল কি না, সেটাও খতিয়ে দেখে শীর্ষ ব্যাঙ্ক। এই দু’টি দিক থেকেই সুদ কমার সম্ভাবনা বেড়েছে বলে শিল্পমহল আশাবাদী। শাক-সব্জি, ডাল, ফল ও দুধের দাম কমায় এই হার কমেছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৬.৮৫% থেকে কমে ফেব্রুয়ারিতে হয়েছে ৫.৩০%। পাইকারি দাম ফেব্রুয়ারিতে কমেছে ০.৯১%। জানুয়ারিতে তা ছিল ০.৯০%। যার অর্থ এই মূল্যবৃদ্ধি এখনও শূন্যের নীচেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

retail market interest rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE