Advertisement
১১ মে ২০২৪
Business News

লগ্নিকারীদের টাকা ফেরাতে সহারাকে নিলামে তুলতে হবে অ্যাম্বি ভ্যালি

সহারা-সেবি মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। লগ্নিকারীদের টাকা ফেরাতে পুণেতে সহারার অ্যাম্বি ভ্যালি নিলামের রায় দিল সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এ কে সিক্রির বিশেষ বেঞ্চ ওই রায় দেয়।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১৮:৩৯
Share: Save:

সহারা-সেবি মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। লগ্নিকারীদের টাকা ফেরাতে পুণেতে সহারার অ্যাম্বি ভ্যালি নিলামের রায় দিল সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এ কে সিক্রির বিশেষ বেঞ্চ ওই রায় দেয়।

রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও লগ্নিকারীদের থেকে ‘বেআইনি ভাবে’ তোলা মোট অর্থের বকেয়া ৫ হাজার কোটি টাকার প্রথম কিস্তি হিসাবে ৩০০ কোটি টাকা ফেরাতে ব্যর্থ হয়েছে সহারা। লগ্নিকারীদের বকেয়া টাকা মেটাতে না পারলে অ্যাম্বি ভ্যালি নিলামের হুঁশিয়ারি আগেও দিয়েছে শীর্ষ আদালত। পুণেতে ১০ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে সহারা কর্তা সুব্রত রায়ের স্বপ্নের আবাসন অ্যাম্বি ভ্যালি। বর্তমানে যার বাজারদর ৩৪ হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই আবাসন নিলামের পর সহজেই লগ্নিকারীদের টাকা ফেরানো যাবে। নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিক ভাবে এক জন ‘লিক্যুইডেটর’ নিয়োগেরও আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

নারদ-ফুটেজে থাকা প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর দায়ের

দু’বছর জেলবন্দি থাকার পর গত মে মাসে প্যারোলে ছাড়া পান সুব্রত রায়। মায়ের অন্ত্যেষ্টির কাজকর্মের জন্যই সে সময় প্যারোল পেয়েছিলেন তিনি। তাঁর পর থেকে তাঁর প্যারোলের মেয়াদ বাড়িয়েছে শীর্ষ আদালত। তবে আগামী ২৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে হাজির থাকতে সহারা কর্তা সুব্রত রায়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত লগ্নিকারীদের ১১,০০০ কোটি টাকা ফেরত দিয়েছেন সুব্রত রায়। তবে সেবি-র দাবি ছিল, লগ্নিকারীদের টাকা ফেরাতে শীর্ষ আদালতের নির্দেশ মানছেন না সহারা কর্তা। যদিও তাঁর দাবি, এখনও পর্যন্ত লগ্নিকারীদের বকেয়ার ৮০ শতাংশ ফেরত দিয়েছেন তিনি। কিন্তু, আদালতে সেবি-র পাল্টা দাবি, এখনও পর্যন্ত ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সহারার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE