ছবি: সংগৃহীত
দু’দিন পরেই চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র। ঠিক তার আগে দুশ্চিন্তার বার্তা দিল স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা। জানাল, গত অক্টোবর-ডিসেম্বরে বৃদ্ধির হার হতে পারে ৪.৫%। ঠিক যা ছিল আগের ত্রৈমাসিকেও। গোটা অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ৪.৬% থেকে বাড়িয়ে ৪.৭% করা হলেও, তা হতে পারে আগের অর্থবর্ষ অনুযায়ী ভিত্তি অনেকটা কমার ফলে। সম্প্রতি ২০১৮-১৯ অর্থবর্ষের বৃদ্ধি সংশোধন করে অনেকটাই কমিয়েছে কেন্দ্র।
অর্থনীতির উপরে আসা ধাক্কা সামাল দিতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার পূর্বাভাস অনুযায়ী, তার সুফল এখনও সে ভাবে ফলতে শুরু করেনি। রিপোর্টে জানানো হয়েছে, করোনাভাইরাসের ধাক্কা সরাসরি না লাগলেও, ভারত বহু পণ্য ও কাঁচামালের ক্ষেত্রে চিনের উপরে নির্ভরশীল। সেগুলির আমদানিতে সমস্যা হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy