Advertisement
০৪ মে ২০২৪

ব্রিটিশ সংস্থা এআরএম-কে কিনল সফটব্যাঙ্ক

ব্রিটিশ চিপ সংস্থা এআরএম হোল্ডিংসকে কিনে নিল সফটব্যাঙ্ক। এ জন্য নগদে ২,৪৩০ কোটি পাউন্ড (প্রায় ২,১৮,৭০০ কোটি টাকা) ঢালছে জাপানি মোবাইল সংস্থাটি। ব্রেক্সিটের পর এটিই ব্রিটেনে প্রথম বড় লগ্নি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০২:৫৫
Share: Save:

ব্রিটিশ চিপ সংস্থা এআরএম হোল্ডিংসকে কিনে নিল সফটব্যাঙ্ক। এ জন্য নগদে ২,৪৩০ কোটি পাউন্ড (প্রায় ২,১৮,৭০০ কোটি টাকা) ঢালছে জাপানি মোবাইল সংস্থাটি। ব্রেক্সিটের পর এটিই ব্রিটেনে প্রথম বড় লগ্নি। আই ফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্যের চিপ ডিজাইন ও তাদের প্রযুক্তি জোগানোর কাজ করে এআরএম। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, ‘‘কোনও এশীয় দেশ থেকে আসা বৃহত্তম এই বিনিয়োগ প্রমাণ করে ব্রেক্সিটের পরেও ব্রিটেনে ব্যবসার দরজা বন্ধ হয়ে যায়নি। এআরএমের সদর দফতর কেমব্রিজেই থাকবে বলে কথা দিয়েছে সফটব্যাঙ্ক।’’ শেয়ার ইস্যুর প্রস্তাব নয়াদিল্লি, ১৮ জুলাই: বাজারে প্রথম বার শেয়ার ছাড়তে সেবির কাছে খসড়া প্রস্তাব জমা দিল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি। ১২.৬৫% বেচে ৫,০০০ কোটি তুলতে চায় তারা। ভারতে এটাই প্রথম কোনও বিমা সংস্থার শেয়ার ইস্যুর প্রস্তাব। এবং ছ’বছরে বৃহত্তম। সংস্থাটি আইসিআইসিআই ব্যাঙ্ক ও ব্রিটেনের প্রুডেন্সিয়াল কর্পোরেশন হোল্ডিংসের যৌথ উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SoftBank ARM Brexit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE