Advertisement
১৪ জুন ২০২৪

টাওয়ার বসাতে বাধা অধিকাংশ রাজ্যেই

কথার মাঝে কল কাটা (কল ড্রপ) নিয়ে হামেশাই অভিযোগের মুখে পড়তে হয় টেলিকম সংস্থাগুলিকে। এ বার তাদের পাল্টা দাবি, পাঁচটি রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যে মোবাইল টাওয়ার বসাতে বাধার মুখে পড়তে হচ্ছে এখনও।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৩:০৮
Share: Save:

কথার মাঝে কল কাটা (কল ড্রপ) নিয়ে হামেশাই অভিযোগের মুখে পড়তে হয় টেলিকম সংস্থাগুলিকে। এ বার তাদের পাল্টা দাবি, পাঁচটি রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যে মোবাইল টাওয়ার বসাতে বাধার মুখে পড়তে হচ্ছে এখনও। টাওয়ার ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ সংস্থাগুলির সংগঠন তাইপা এই অভিযোগ করেছে। তাদের দাবি, এ রকম চললে ধাক্কা খাবে ডিজিটাল-ইন্ডিয়া, স্মার্ট সিটি, সকলের কাছে আর্থিক পরিষেবা পৌঁছনোর মতো কর্মসূচি।

তাইপা-র ডিজি তিলক রাজ বলেন, ‘‘কেরল, ওডিশা, হরিয়ানা, রাজস্থান ও ঝাড়খণ্ড, এই পাঁচ রাজ্য ছাড়া অন্য রাজ্যগুলির সঙ্গে টেলিকম দফতরের নীতির সামঞ্জস্য নেই। ফলে সংস্থাগুলি টাওয়ার বসাতে বাধা পাচ্ছে। খারাপ হচ্ছে পরিষেবা।’’

তাঁদের অভিযোগ, সমস্যা বেশি গুজরাত, মধ্যপ্রদেশ, পঞ্জাব, কর্নাটক, হিমাচলপ্রদেশ ও মহারাষ্ট্রে। অনেক রাজ্যেই অপটিক্যাল ফাইভার কেব‌্ল বসানোর খরচও চড়া। এ সব নিয়ে অনেক রাজ্য তাঁদের বক্তব্য শুনতেই চায়নি। এই অবস্থা চললে আগামী দিনে মোবাইল পরিষেবা ভিত্তিক সরকারি কর্মসূচি ব্যাহত হবে বলেও তাঁদের হুঁশিয়ারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Tower DoT Norms TAIPA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE