Advertisement
০৩ জুন ২০২৪
পাশে ইন্ডিয়ান হোটেলসের স্বাধীন ডিরেক্টররা শীর্ষ স্তরে বদল টাটা সন্সে

টাটার সংস্থায় সমর্থন পেলেন মিস্ত্রি

টাটাদের সঙ্গে বাগ্‌যুদ্ধের মধ্যেই টাটা গোষ্ঠীর হোটেল সংস্থার স্বাধীন ডিরেক্টরদের পাশে পেলেন সাইরাস মিস্ত্রি। শুক্রবার ইন্ডিয়ান হোটেলস-এর চেয়ারম্যান হিসেবে সাইরাসের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন তাঁরা।

মিস্ত্রি ও টাটা

মিস্ত্রি ও টাটা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৩:২৬
Share: Save:

টাটাদের সঙ্গে বাগ্‌যুদ্ধের মধ্যেই টাটা গোষ্ঠীর হোটেল সংস্থার স্বাধীন ডিরেক্টরদের পাশে পেলেন সাইরাস মিস্ত্রি। শুক্রবার ইন্ডিয়ান হোটেলস-এর চেয়ারম্যান হিসেবে সাইরাসের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন তাঁরা। সর্বসম্মত ভাবে প্রশংসা করলেন সংস্থা পরিচালনায় মিস্ত্রির কৌশল ও নেতৃত্বের। সেই ইন্ডিয়ান হোটেলস, যার ভুল পরিচালন কৌশলের জন্য টাটাদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মিস্ত্রি।

গোড়া থেকেই কর্পোরেট দুনিয়ার এক বড় অংশ বলছে, টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে মিস্ত্রিকে সরতে হলেও, বিভিন্ন টাটা সংস্থার মাথা থেকে তাঁকে সরানো সহজ হবে না। এ নিয়ে দু’পক্ষের লড়াই দীর্ঘ হতে পারে। তা গড়ানোর সম্ভাবনা আদালতের দরজায়। এ দিন ইন্ডিয়ান হোটেলসে সাইরাসের পাওয়া সমর্থন সেই ধারণাকে আরও পোক্ত করল বলে তাঁদের অভিমত।

এ দিনই আবার টাটা গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদলের কথা ঘোষণা করেছে মূল সংস্থা টাটা সন্স। গোষ্ঠীর মানবসম্পদ দেখাশোনার দায়িত্বে এসেছেন এস পদ্মনাভন। আমেরিকা, চিন, সিঙ্গাপুরের মতো বিভিন্ন দেশে কাজকর্ম দেখার বাড়তি দায়িত্বে মুকুন্দ রাজন। ‘টাটা-ব্র্যান্ড’ দেখভালের দায়িত্ব বর্তেছে হরিশ ভাটের উপর। অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ফেরা রতন টাটা ১ নভেম্বরই কর্মীদের দেওয়া চিঠিতে জানিয়েছিলেন যে, গোষ্ঠীর পরিচালন কাঠামো ঢেলে সাজবেন তাঁরা।

টাটা গোষ্ঠীর কর্ণধারের পদ থেকে সরতে হলেও, টাটাদের বেশ কিছু সংস্থায় (টাটা স্টিল, টাটা মোটরস, ইন্ডিয়ান হোটেলস, টিসিএস ইত্যাদি) এখনও চেয়ারম্যান মিস্ত্রি। তার মধ্যে এ দিন ছিল ইন্ডিয়ান হোটেলসের পরিচালন পর্ষদের বৈঠক। তার আগে নিজেদের মধ্যে আলোচনায় বসেন বোর্ডের স্বাধীন ডিরেক্টররা। তার পরে বিএসই-কে ইন্ডিয়ান হোটেলস জানায়, চেয়ারম্যান মিস্ত্রির উপর সর্বসম্মত ভাবে আস্থা রেখেছেন স্বাধীন ডিরেক্টররা। প্রশংসা করেছেন সংস্থা পরিচালনায় তাঁর নেতৃত্বের।

এই স্বাধীন ডিরেক্টরদের মধ্যে রয়েছেন এইচডিএফসি-র চেয়ারম্যান দীপক পারেখ, গোদরেজ ইন্ডাস্ট্রিজের এমডি নাদির গোদরেজ, ব্ল্যাকস্টোন গ্রুপের গৌতম বন্দ্যোপাধ্যায়, হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন এমডি কেকি দাদিশেঠ, ম্যাকিনসের প্রাক্তন পার্টনার ইরিনা ভিত্তল প্রমুখ। পর্ষদে রয়েছেন সাইরাসের দাদা শাপুর মিস্ত্রিও। বিভিন্ন সূত্রে খবর, পরে বৈঠকে সাইরাসের পাশে দাঁড়িয়েছেন পর্ষদের বাকি সদস্যরাও। তবে সংস্থায় ২৮.০১% অংশীদারি থাকা টাটা সন্স সেখানে মিস্ত্রিকে সরানোর প্রস্তাব তুলেছিল কি না, তা জানা যায়নি।

পারেখদের দাবি, শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার স্বাধীন ডিরেক্টর হিসেবে নিজেদের মতামত শেয়ারহোল্ডার এবং সাধারণ মানুষকে জানানো তাঁদের কর্তব্য। যাতে তার ভিত্তিতে সব বুঝেশুনে সংস্থার শেয়ার, বন্ড ইত্যাদি কেনা-বেচার বিষয়টি ঠিক করতে পারেন তাঁরা। আর সেই কারণেই এই সিদ্ধান্ত।

গোষ্ঠীর শীর্ষ পদ খোয়ানোর পরে এ দিনই প্রথম কোনও টাটা-সংস্থার পর্ষদের বৈঠকে এলেন সাইরাস। দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল নিয়ে আলোচনার জন্য আগামী ১০ ও ১৪ নভেম্বর যথাক্রমে টাটা কেমিক্যালস ও টাটা মোটরসের বোর্ড-বৈঠকে যেতে হবে তাঁকে। তার আগে এ দিন পাওয়া সমর্থন তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলে অনেকের ধারণা।

উল্লেখ্য, সরতে বাধ্য হওয়ার পরে টাটা সন্সের ডিরেক্টরদের পাঠানো ই-মেলে সাইরাসের অভিযোগ ছিল, ইন্ডিয়ান হোটেলস-সহ পাঁচ ব্যবসাকে খুব খারাপ অবস্থায় হাতে পেয়েছিলেন তিনি। এর মধ্যে আবার ইন্ডিয়ান হোটেলস প্রসঙ্গে লিখেছিলেন, বিদেশের মাটিতে থাকা ওই সংস্থার কিছু হোটেল ও ওরিয়েন্ট হোটেলসের অংশীদারি বিক্রি করতে হয়েছে ক্ষতি করে। নিউ ইয়র্কে হোটেলে লগ্নি করা হয়েছে এমন শর্তে যে, তা থেকে বেরিয়ে আসাই শক্ত। কিছু ক্ষেত্রে হোটেল কেনা হয়েছে অনেক বেশি দামে।

মিস্ত্রির বিদায়ের পর ক্রমশ তেতো হচ্ছে দু’পক্ষের লড়াই। কর্পোরেট দুনিয়ার ধারণা, এই যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে। দুই শিবিরের কেউ বিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তা ছাড়া, টাটা সন্সের প্রায় ১৮.৫% অংশীদারি নির্মাণ সংস্থা শাপুরজি-পালোনজি গোষ্ঠীর। তার চেয়ারম্যান পালোনজি মিস্ত্রিরই ছেলে সাইরাস। এখনও টাটা সন্সের পর্ষদে আছেন তিনি। আছেন টাটাদের বিভিন্ন সংস্থার মাথায়। যেখান থেকে তিনি নিজে সরতে নারাজ। এবং এই সমস্ত জায়গা থেকে মিস্ত্রিকে সরানো যে সহজ হবে না, এ দিনের ঘটনা সেই ইঙ্গিতই দিল বলে ধারণা শিল্পমহলের।

এ দিকে, এ দিন টাটাদের বম্বে হাউসের সামনে চিত্র সাংবাদিকরা মিস্ত্রির ছবি তুলতে গেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি বাঁধে। কয়েক জন জখমও হন। ছ’জন রক্ষীর বিরুদ্ধে কেস নথিভুক্ত করেছে পুলিশ।

দিনভর
ইন্ডিয়ান হোটেলস-এর চেয়ারম্যান হিসেবে সাইরাসের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন দীপক পারেখ-সহ সমস্ত স্বাধীন ডিরেক্টরের
প্রশংসা সংস্থায় তাঁর কৌশল ও নেতৃত্বের

তেতো লড়াই

টাটা সন্সের শীর্ষ পদ থেকে সরলেও, অনেক টাটা সংস্থার চেয়ারম্যান সাইরাস। ইন্ডিয়ান হোটেলস ছাড়াও সেই তালিকায় নাম আছে টাটা স্টিল, টাটা মোটরস, টিসিএস ইত্যাদির
নিজে থেকে ওই সব পদ ছাড়বেন না সাইরাস। অথচ সরাতে চায় টাটারা*
চট করে সরানো কঠিন। বলছেন কর্পোরেট আইন বিশেষজ্ঞরা
সামনে দীর্ঘ, তিক্ত আইনি লড়াইয়ের সম্ভাবনা

* বিভিন্ন সূত্রে দাবি


টাটায় বদল

টাটা গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল
সম্প্রতি পরিচালন কাঠামো ঢেলে সাজার কথা বলেছিলেন খোদ রতন টাটা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cyrus Mistry TATA group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE