Advertisement
০১ নভেম্বর ২০২৪

মিস্ত্রিকে গোপন নথি ফেরাতে নির্দেশ

তিন দিনের মাথায় সাইরাস মিস্ত্রিকে ফের আইনি নোটিস টাটা সন্সের।বৃহস্পতিবার পাঠানো নোটিসে টাটাদের অভিযোগ, ‘বেআইনি ভাবে ও অসৎ উদ্দেশ্য নিয়ে’ মিস্ত্রি তাদের যে-সব গোপন নথি ফাঁস করেছেন, তা ফিরিয়ে দিতে হবে।

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:২০
Share: Save:

তিন দিনের মাথায় সাইরাস মিস্ত্রিকে ফের আইনি নোটিস টাটা সন্সের।

বৃহস্পতিবার পাঠানো নোটিসে টাটাদের অভিযোগ, ‘বেআইনি ভাবে ও অসৎ উদ্দেশ্য নিয়ে’ মিস্ত্রি তাদের যে-সব গোপন নথি ফাঁস করেছেন, তা ফিরিয়ে দিতে হবে। শুধু তা-ই নয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুচলেকা দিয়ে জানাতে হবে, তিনি ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না।

বিনা অনুমতিতে টাটাদের অফিস থেকে এই সব তথ্য মিস্ত্রি হস্তগত করেন বলে অভিযোগ টাটাদের। নোটিসে বলা হয়েছে, ‘‘অবিলম্বে সব কাগজপত্র ফেরত দিতে হবে। কোনও প্রতিলিপিও কাছে রাখা যাবে না। নথিতে থাকা তথ্য কোনও শাখা সংস্থা, আত্মীয় ও পারিবারিক সদস্যদের জানানো যাবে না।’’

মিস্ত্রির তরফে এ দিন পাল্টা দাবি, ‘‘আমাদের কাছে সংবাদ মাধ্যম ‘একটি নোটিস’ সমেত কিছু প্রশ্ন পাঠিয়েছে। গোপন নথি বলে নোটিসে যেগুলির কথা বলা হয়েছে, সেগুলি বহুল প্রচারিত।’’

প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাইব্যুনালে মামলা করেছে মিস্ত্রির পরিবারের দুই সংস্থা। টাটা সন্সের আপত্তি সেখানে দাখিল করা ‘গোপন’ নথি নিয়ে। সে কারণেই মঙ্গলবার মিস্ত্রিকে প্রথম নোটিসটি পাঠিয়েছিল টাটা সন্স।

অন্য বিষয়গুলি:

Tata sons Cyrus Mistry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE