Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শুল্ক সমস্যা মেটাতে জোট বণিকসভার

আমদানি এবং রফতানিকারীদের শুল্ক সংক্রান্ত সমস্যা শোনার জন্য বেঙ্গল চেম্বার (বিসিসিআই)-এর সঙ্গে হাত মেলাল আমদানি শুল্ক, উৎপাদন শুল্ক এবং পরিষেবা করের কলকাতা দফতর। সহজে ব্যবসা করা বা ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত প্রয়াসের আওতায় যৌথ ভাবে এই পরিষেবা চালু রাখবে শুল্ক বিভাগ এবং বিসিসিআই। বিসিসিআইয়ে অনুষ্ঠানে পরিষেবাটির উদ্বোধন করেন কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ এবং সার্ভিস ট্যাক্সের চিফ কমিশনার গৌতম রায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:১০
Share: Save:

আমদানি এবং রফতানিকারীদের শুল্ক সংক্রান্ত সমস্যা শোনার জন্য বেঙ্গল চেম্বার (বিসিসিআই)-এর সঙ্গে হাত মেলাল আমদানি শুল্ক, উৎপাদন শুল্ক এবং পরিষেবা করের কলকাতা দফতর। সহজে ব্যবসা করা বা ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত প্রয়াসের আওতায় যৌথ ভাবে এই পরিষেবা চালু রাখবে শুল্ক বিভাগ এবং বিসিসিআই। বিসিসিআইয়ে অনুষ্ঠানে পরিষেবাটির উদ্বোধন করেন কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ এবং সার্ভিস ট্যাক্সের চিফ কমিশনার গৌতম রায়।

ওই তিন পরোক্ষ কর নিয়ে ভুরি ভুরি অভিয়োগ রয়েছে আমদানিকারী এবং রফতানিকারীদের। গৌতমবাবু বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য ওই সব করাদাতার সমস্যা মামলা হওয়ার আগেই সমাধান করা। আমরা চাই বিসিসিআইয়ের মাধ্যমে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হোক করদাতাদের কাছ থেকে।’’

বিসিসিআইয়ের পরোক্ষ কর কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কমিটির কাছেই আমদানি-রফতানিকারীরা সমস্যার কথা জানাবেন। আমরা সেগুলি পরোক্ষ কর দফতরে পৌঁছে দেব।’’

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওই তিন পরোক্ষ কর নিয়ে পূর্বাঞ্চলের জন্য গৌতমবাবুকে চেয়ারম্যান করে একটি বিশেষ কমিটি গড়েছে, যার কাজ হবে কর ব্যবস্থার দক্ষ পরিচালনা। গৌতমবাবু বলেন, ‘‘বিসিসিআইযের মাধ্যমে পাওয়া তথ্য নিয়ে ওই বিশেষ কমিটিতে আলোচনা করে নীতি নির্ধারণের সুপারিশ করাই আমাদের উদ্দেশ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI customs kolkata service tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE